লখনৌকে ১৭৯ রানের লক্ষ্য দিয়েছে রাজস্থান
লড়াইটা দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থানে থাকা দুই দলের। মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় স্থানে থাকা লখনৌ সুপার জায়ান্টসকে ১৭৯ রানের বিশাল লক্ষ্য বেধে দিয়েছে রাজস্থান রয়্যালস।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়ার পর রাজস্থানের কোনো ব্যাটার কিন্তু খুব বড় কোনো ইনিংস খেলেনি। তবে তিন-চারজন ব্যাটার মাঝারিমানের ইনিংস খেলার কারণে বড় স্কোর দাঁড়িয়েছে।
ব্যাট করতে নামার পর জস বাটলার ৬ বলে ২ রান করে আউট হয়ে যাওয়ার পর কিছুটা বিপদে পড়ে যায় রাজস্থান। ১১ রানে প্রথম উইকেট পড়ার পর যজস্বি জসওয়াল এবং সানজু স্যামসন মিলে ৬৪ রানের জুটি গড়ে তোলেন। ২৪ বলে ৩২ রান করে আউট হন সানজু স্যামসন।
২৯ বলে সর্বোচ্চ ৪১ রান করেন যজস্বি জসওয়াল। ১৮ বলে ৩৯ রান করেন দেবদূত পাডিক্কাল। রায়ান পারাগ ১৬ বলে ১৯ রান করেন। ১২ বলে ১৪ রান করেন জিমি নিশাম। রবিচন্দ্র অশ্বিন ৭ বলে ১০ রান করে অপরাজিত থাকেন। ট্রেন্ট বোল্ট ৯ বলে ১৭ রানে অপরাজিত থাকেন।
লখনৌ সুপার জায়ান্ট এই মুহূর্তে ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। রাজস্থান রয়্যালসের ১২ ম্যাচে ১৪ পয়েন্ট, তৃতীয় স্থানে রয়েছে তারা।
আইএইচএস/