টস জিতে কেকেআরের বিপক্ষে ব্যাট করছে লখনৌ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:২৮ পিএম, ১৮ মে ২০২২

আজ হারলে আর কোনো সুযোগ থাকবে না। জিতলে প্লে-অফে যেতে পারবে কি না তা জানার জন্য অন্য হিসেব নিকেশের অপেক্ষায় থাকতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। লখনৌ সুপার জায়ান্ট জিতে গেলে প্লে-অফে খেলার ব্যাপারে তাদের আর কোনো সংশয় থাকবে না।

এমন সমীকরণ সামনে নিয়ে লিগ পর্বের একেবারে শেষ ম্যাচে এসে মুম্বাইর ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে কেকেআর এবং লখনৌ।

মুম্বাইর ডিওয়াই পাতিল স্টেডিয়ামে এই ম্যাচে টস জিতলেন লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

১৩ ম্যাচ শেষে লখনৌয়ের ঝুলিতে রয়েছে ১৬ পয়েন্ট। সমান ম্যাচে কেকেআরের ঝুলিতে রয়েছে ১২ পয়েন্ট। কেকেআর হারলে তো বিদায় নিশ্চিত। জিতলে পয়েন্ট হবে ১৪। সে ক্ষেত্রে শেষ রাউন্ডের অন্য ম্যাচগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে। প্রথমত দিল্লি এবং ব্যাঙ্গালুরুকে শেষ ম্যাচে হারতেই হবে। তারপর আসবে রান রেটের হিসেব। তবেই কেকেআরের ভাগ্য খুলতে পারে হয়তো।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।