ডি কক তাণ্ডবে কোনো উইকেট না হারিয়েই লখনৌর স্কোর ২১০
সেরা চারে থাকার জন্য কলকাতার জয় খুব প্রয়োজন ছিল। শুধু জয়ই নয়, সঙ্গে রানরেটটাও বাড়ানো খুব প্রয়োজন ছিল তাদের। কিন্তু সে আশা সম্ভবত সুদুর পরাহত।
কারণ, টস জিতে ব্যাট করতে নেমে প্রতিপক্ষ লখনৌ সুপার জায়ান্ট স্কোরবোর্ডে যে রান তুলেছে, তা পাড়ি দেয়া হবে কেকেআরের জন্য অসম্ভব একটি ব্যাপার। কোনো উইকেট না হারিয়ে লখনৌয়ের সংগ্রহ দাঁড়িয়েছে ২১০ রান।
মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে একটি উইকেটও হারায়নি আইপিএলে নবাগত লখনৌ সুপার জায়ান্টস।
দু্ই ওপেনার কুইন্টন ডি কক এবং লোকেশ রাহুল মিলেই খেলাটা শেষ করে আসেন। সবচেয়ে বেশি বিধ্বংসী ছিলেন কুইন্টন ডি কক। মাত্র ৭০ বল খেলে ১৪০ রানের টর্নেডো ইনিংস খেলেছেন তিনি। বরাবর ২০০ স্ট্রাইকরেট তার। বাউন্ডারির বন্যা বইয়ে দিয়েছেন তিনি। মোট ২০বার বলকে বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন ডি কক। এর মধ্যে ১০টি বাউন্ডারি এবং ১০টি ছক্কার মার।
৫১ বল খেলে ৬৮ রান নিয়েছেন আরেক ওপেনার এবং লখনৌয়ের অধিনায়ক লোকেশ রাহুল। ৩টি বাউন্ডারি এবং ৪টি ছক্কার মার মারেন তিনি।
কেকেআরের হয়ে তাদের কিউই পেসার টিম সাউদি ৪ ওভারে দেন সর্বোচ্চ ৫৭ রান। ৩ ওভারে ৪৫ রান দেন আন্দ্রে রাসেল।
এই ম্যাচ জিতলে লখনৌ উঠে যাবে দ্বিতীয় স্থানে। সে সঙ্গে তাদের প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে এবং কেকেআরের বিদায়ও নিশ্চিত হবে।
আইএইচএস/