টস জিতে ব্যাঙ্গালুরুকে ব্যাট করতে পাঠালো লখনৌ
বৃষ্টির কারণে টস করতে কিছুটা বিলম্ব হলো বটে, কিন্তু কোনো ওভার কাটা হলো না। অর্থ্যাৎ পুরো ২০ ওভারের ম্যাচই অনুষ্ঠিত হবে। ৮টা ১০ মিনিটে শুরু হলো আইপিএলের ইলিমিনেটর রাউন্ডের খেলা।
নকআউটের এই ম্যাচে টস জিতলেন লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। টস জিতে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ব্যাট করতে পাঠালেন তিনি।
এই ম্যাচে জিততে পারলে ফাইনাল নিশ্চিত হবে না। কোয়ালিফায়ার-২ এ রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলতে হবে ফাইনালে ওঠার লড়াইয়ে। আর হারলেই বিদায় নিশ্চিত।
এই রিপোর্ট লেখার সময় ৫.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৫১ রান করেছে ব্যাঙ্গালুরু। বিরাট কোহলি ১৮ এবং রজত পাতিদার ব্যাট করছেন ৩২ রান নিয়ে।
রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু
ফ্যাফ ডু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, মহিপাল লমরোর, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, ওয়ানিদু হাসারাঙ্গা, হার্শাল প্যাটেল, জস হ্যাজলউড, মোহাম্মদ সিরাজ।
লখনৌ সুপার জায়ান্টস
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), লোকেশ রাহুল (অধিনায়ক), এভিন লুইস, দিপক হুদা, ক্রুনাল পান্ডিয়া, আয়ুশ বাদোনি, মার্কাস স্টোইনিজ, দুষ্মন্তে চামিরা, আভেশ খান, মহসিন খান, রবি বিষনোই।
আইএইচএস/