ফিল্ডিং নিয়ে দুশ্চিন্তা কাটছে না তামিমের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:০৯ পিএম, ১১ জুলাই ২০২২

ওয়ানডে ফরম্যাট বলেই আশাটা ছিল যে, ওয়েস্ট ইন্ডিজ সফরে জয়ের দেখা পাবে বাংলাদেশ। টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজে চরম ভরাডুবির পর ওয়ানডে সিরিজে জয়ের আশায় রোববার ঈদের রাতে মাঠে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট দল।

শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে প্রথম জয়ের দেখা পেলো তামিম ইকবালের দল। বোলারদের দারুণ নৈপুণ্যে ক্যারিবীয়দের ১৪৯ রানে আটকে দেয়ার পর বাংলাদেশ জয় তুলে নিয়েছেন ৬ উইকেটের ব্যবধানে। এ নিয়ে টানা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯টি ওয়ানডে জিতলো বাংলাদেশ।

তবে এই জয়ের পরও দুশ্চিন্তা কাটছে না ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। কারণটা খুব সহজ। কারণ হচ্ছে, বাংলাদেশ সহজ চারটি ক্যাচ মিস করেছেন। যার তিনটিই ওয়েস্টন ইন্ডিজের শেষ উইকেট জুটিতে। না হয়, ওয়েস্ট ইন্ডিজের স্কোরটা থেমে যেতো ১১২ রানে। অথচ, ক্যাচ মিস করার কারণে ক্যারিবীয়দের স্কোর গিয়ে থামে ১৪৯ রানে।

ক্যাচ নিয়ে অসন্তুষ্ট তামিম বলেন, ‘ভালো দলের বিপক্ষে এই ক্যাচগুলো ছাড়াটা মূল্যবান হয়ে দাঁড়াবে। অধিনায়ক হওয়ার পর থেকেই বলছি, এটা নিয়ে আমি চিন্তিত। এটা বন্ধ হতে হবে, কমে আসতে হবে। ক্যাচগুলো ধরলে আমরা হয়তো এ ম্যাচে ১১৫ রান তাড়া করতাম। সমস্যা কোথায় খুঁজে বের করতে হবে। বারবার দেখবেন একই মানুষের হাত থেকে ক্যাচ পড়ছে, এটা ভালো নয়।’

ওয়ানডেতে নিঃসন্দেহে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ফেবারিট বাংলাদেশ। তবুও তামিম মানতে রাজি নন যে, ক্যারিবীয়দের হারানো সহজ। তিনি বলেন, ‘ভালো লাগছে যে ওয়েস্ট ইন্ডিজে প্রথম ম্যাচ জিততে পারলাম। তবে বলব না এটা সহজ। আমাদের যদি জিততে হয় সেরা খেলাটাই খেলতে হবে। তারা যে ভালো দল, বিপজ্জনক দল, এটা টেস্ট এবং টি-টোয়েন্টিতেই প্রমাণ করেছে।’

ম্যাচের আগে কথাটা নাকি টিম মিটিংয়েও বলেছেন তামিম, ‘আমি বলেছি, আমি ওয়ানডে অধিনায়ক বলেই যে সব বদলে যাবে তা নয়। আমরা ওয়ানডে ভালো খেলি বলেও নয়। টি–টোয়েন্টিতে যে অধিনায়ক ছিল, টেস্টে যে অধিনায়ক ছিল, যারা খেলেছে, সবাই সাধ্যমত চেষ্টা করেছে ভালো করার জন্য। দূর্ভাগ্যজনকভাবে আমরা ভালো খেলতে পারিনি।’

ম্যাচ জয়ের ক্ষেত্রে টস জয়ের ভালো একটা ভূমিকা ছিল বলে মনে করেন তামিম। তিনি বলেন, ‘উইকেট খুব কঠিন ছিল, বিশেষ করে ওদের ব্যাটিংয়ের জন্য। টসটা গুরুত্বপূর্ণ ছিল। শুরুতে উইকেট আমাদের সহায্য করেছে।’

ঢাকা প্রিমিয়ার লিগে এক হাজারের বেশি রান করেছেন এনামুল হক বিজয়। অথচ জাতীয় দলে ফিরে নিজের নামের প্রতি সুবিচারই করতে পারছেন না তিনি। তবে, বিজয়কে সময় দিতে চান অধিনায়ক তামিম। তিনি বলেন, ‘বিজয় (এনামুল) মাত্র দলে এসেছে। শান্তর (নাজমুল) জায়গায় ওকে খেলালে মনে হতো গত তিন সিরিজে শান্তকে খেলানো ভুল ছিল। কেন আমি শান্তকে নিয়ে ঘুরেছি এই তিন সিরিজে? আমি দল নির্বাচনটা এভাবেই করতে চাই। আমি একটা ছেলেকে নিয়ে ঘুরছি। মাঝে একজন এল আর আমি তাকে খেলিয়ে দিলাম, আমি এভাবে ভাবি না।’

তবে তামিম মনে করেন সুযোগগুলো কাজে লাগাতে হবে। সেটা বিজয় কিংবা শান্ত- সবাইকেই। তিনি বলেন, ‘এরকম সুযোগ বারবার আসবে না। সাকিব, মুশফিক, ইয়াসির ফিরলে তো ওর সম্ভাবনা কমে যাবে। সুযোগ এলে কাজে লাগাতে হবে।’

টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজেও বাংলাদেশ ভালো খেলেছে বলে দাবি করেন তামিম। শুধু ফলটাই পক্ষে আসেনি। তিনি বলেন, ‘ওয়ানডেতে আমাদের তিন-চারজন খেলোয়াড় আছে যারা অনেক অভিজ্ঞ। আমি এমন বলব না যে আমার সংস্করণে আমরা ভালো খেলছি, অন্য সংস্করণে খেলছি না। কারণ আমিও ওই ড্রেসিংরুমে থাকি। আমি টেস্ট সিরিজে খেলেছি। টি–টোয়েন্টি দলে না থাকলেও জানি সবাই সেরাটা দেয়ারই চেষ্টা করেছে। ফলাফলটাই শুধু আমাদের পক্ষে আসেনি।’

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।