লঙ্কান অধিনায়ককে সুজনের পাল্টা জবাব, দেখিয়ে দিতে বললেন জয়াবর্ধনে

আফগানিস্তানের কাছে হেরেই শুরু হয়েছে দুই দলের এশিয়া কাপ মিশন। তুলনামূলক বাজেভাবে হেরেছে শ্রীলঙ্কা, আফগানদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি তারা। অন্যদিকে প্রচ্ছন্ন সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত আর পারেনি বাংলাদেশ। আজ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে নামবে এ দুই দল।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচ শুরুর আগে জমে উঠেছে কথার লড়াই। লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার খোঁচা হজম না করে বরং পাল্টা জবাব দিয়েছেন টাইগারদের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তার মতে, বাংলাদেশে দুজন বোলার থাকলে, শ্রীলঙ্কায় একজনও বিশ্বমানের বোলার নেই।
উদ্বোধনী ম্যাচে আফগানদের কাছে বিধ্বস্ত হওয়ার পর সংবাদ সম্মেলনে শানাকা জানিয়েছিলেন, এত বড় পরাজয়ের পরও তারা সুপার ফোর খেলার ব্যাপারে আশাবাদী। কেননা পরের ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশ দল আফগানিস্তানের চেয়ে সহজ প্রতিপক্ষ। এ সময় বোলারদের নিয়েও মন্তব্য করেন তিনি।
Looks like it’s time for @OfficialSLC bowlers to show the class and batters to show who they are on the field..#AsiaCup2022 https://t.co/txWm7wH4nC
— Mahela Jayawardena (@MahelaJay) August 31, 2022
তিনি বলেছিলেন, ‘আফগানিস্তানের বোলিং আক্রমণ বিশ্বমানের। বাংলাদেশের ক্ষেত্রে ফিজ অনেক ভালো বোলার আমরা জানি, সাকিবও বিশ্বমানের। এছাড়া তাদের আর কোন বিশ্বমানের বোলার নেই। সে দিক থেকে চিন্তা করলে আফগানিস্তান থেকে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ।’
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গ আনা হলো খালেদ মাহমুদ সুজনের সামনেও। এর খোচার বিপরীতে পাল্টা জবাব দিতে ছাড়েননি সুজন। তবে যত কথাই বলা হোক না কেন, সবকিছু নির্ধারণ হবে মাঠের খেলায়- তাও মনে করিয়ে দিয়েছেন টাইগারদের টিম ডিরেক্টর।
তার ভাষ্য, ‘এটি আসলে শানাকার ব্যাপার। সে কেনো এই কথা বলেছে আমি জানি না। হ্যাঁ অবশ্যই আফগানিস্তানের হয়তো ভালো টি-টোয়েন্টি দল রয়েছে। যে কারণে সে এটি বলেছে। সে বললো, আমাদের দলে শুধু দুজন বোলার রয়েছে। কিন্তু আমি তো শ্রীলঙ্কা দলে কোনো বোলারই দেখি না।’
সুজন আরও বলেন, ‘বাংলাদেশের অন্তত দুজন আছে, এটি খুব ভালো। আমাদের মোস্তাফিজ ও সাকিব রয়েছে। আমার মনে হয় না, তাদের দলে মোস্তাফিজ ও সাকিবের মতো বিশ্বমানের বোলার রয়েছে। এখানে মূল বিষয় হলো আপনি ম্যাচটি কেমন খেলছেন। এটিই গুরুত্বপূর্ণ।’
সুজনের এই মন্তব্যের পর আবার এ আলোচনায় যোগ দিয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও অন্যতম সফল ব্যাটার মাহেলা জয়াবর্ধনে। সুজনের মন্তব্যের ভিডিও রিটুইট করে তিনি লিখেছেন, ‘এখন মনে হচ্ছে, সময় এসে গেছে শ্রীলঙ্কার বোলারদের তাদের সামর্থ্য দেখানোর এবং ব্যাটারদের এটি দেখানোর তারা মাঠে কী করতে পারে।’
এসএএস/জিকেএস