বছরের প্রথম নিজেদের মাঠে অনুশীলন করলো রংপুর

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:২০ পিএম, ০১ জানুয়ারি ২০২৩

 

ক্যালেন্ডারের পাতা উল্টে শুরু হলো নতুন ইংরেজী বছর- ২০২৩। নতুন বছরের প্রথম সপ্তাহেই (৬ জানুয়ারি) শুরু হচ্ছে বিপিএলের নবম আসর। ইংরেজী নতুন বছরের প্রথম দিনই শুরু হয়ে গেল বিপিএলের এবারের আসরে দলগুলোর প্রস্তুতি।

চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অনুশীলনে নামলো শেরে বাংলা স্টেডিয়াম সংলগ্ন বিসিবি একাডেমি মাঠে। আর রংপুর রাইডার্সের প্র্যাকটিসের প্রথম দিনটি কাটলো তাদের হোম ভেন্যু বসুন্ধরার স্পোর্টস কমপ্লেক্সে।

৭ দলের এবারের আসরের বাকি ৫ দলের তিনটি সিলেট স্ট্রাইকার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আর ফরচুন বরিশালের প্র্যাকটিস শুরু হবে আগামীকাল ২ জানুয়ারি থেকে।

এদিকে রোববার বছরের প্রথম দিন নিজেদের স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন করতে পেরে খুশি রংপুর রাইডার্সের ক্রিকেটাররা। অধিনায়ক নুরুল হাসান সোহান দল পরিচালনার দায়িত্ব পেয়ে পুলকিত। অনুশীলন শেষে সোহান বলেন, ‘অধিনায়ক হতে পেরে অবশ্যই ভালো লাগছে; কিন্তু আমার কাছে মনে হয় দল হিসেবে ভালো করা গুরুত্বপূর্ণ।’

রংপুর রাইডার্স ফ্রাঞ্চাইজি মালিক বসুন্ধরা গ্রুপের স্পোর্টস কমপ্লেক্সে বছরের প্রথমদিন একসঙ্গে অনুশীলন করতে পেরে যারপরনাই খুশি রংপুর ক্যাপ্টেন সোহান। তার কথা, ‘সবাই অনুশীলন করার সুযোগ পেয়েছি। এটা যেহেতু নিজেদের মাঠ, সবাই অনেক রোমাঞ্চিত।’

নিজের মাঠে অনুশীলনের অনুভূতি ব্যক্ত করে সোহান বলেন, ‘আমরা অনেক বেশি রোমাঞ্চিত। কারণ আমরা যখন বিপিএলের সময় অনুশীলন করি। একটা স্লট থাকে দুই-তিন ঘণ্টার। এর বেশি চাইলেও অনেকে করতে পারে না। নিজেদের গ্রাউন্ড হওয়ায় সকাল থেকে শুরু করছি, কোনো টাইম লিমিটেশন নাই। যে যার প্রস্তুতি নিতে পারছে। এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ। বিপিএলে ভাল কিছু করার প্রত্যয় তার কণ্ঠে, টুর্নামেন্ট অবশ্যই ভালো কিছু আশা করছি। আমার মনে হয় সবসময় চ্যালেঞ্জ উপভোগ করি। অবশ্যই নিজের জায়গা থেকে সেরাটা দিতে পারবো।’

এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।