নিউ সাউথ ওয়েলসে কোচের পদ ছাড়লেন হাথুরুসিংহে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:২৬ পিএম, ৩১ জানুয়ারি ২০২৩

বিসিবির প্রস্তাব ফিরিয়ে তিনি বাংলাদেশে নাও আসতে পারেন। এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল মাঝখানে। অবশ্য সে গুঞ্জন তেমন সাড়া ফেলতে পারেনি। কারণ বিসিবি থেকে সে খবরের সত্যতা স্বীকার করা হয়নি। বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন আর সিনিয়র পরিচালক ও ক্রিকেট অপস প্রধান জালাল ইউনুসের কেউই ওই গুঞ্জনকে সত্য বলে মন্তব্য করেননি। সরাসরি তা নিয়ে কোন কথা না বললেও তারা আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, ‘হাথুরুরর বিসিবিকে না করে দেয়ার কথা ঠিক নয়।’

বিসিবির দু’দুজন সিনিয়র ও ডাঁকসাইটে কর্তার অমন কথাবার্তার পরও কারো কারো মনে ছিল সংশয়, ‘কি জানি হয়ত হাথুরু না বলে দিয়েছেন; কিন্তু বিসিবি তা স্বীকার করছে না।‘

কিন্তু তিনদিন না যেতেই মনে হচ্ছে বিসিবি কর্তাদের আভাসই সত্য। হাথুরুর বিসিবির প্রস্তাব ফিরিয়ে দেয়ার খবরের সত্যতা নিয়ে সত্যিই সংশয় আছে। বরং মনে হচ্ছে হাথুরুসিংহে টাইগারদের হেড কোচ হয়েই বাংলাদেশে ফিরছেন। আর তাই তিনি অস্ট্রেলিয়ার প্রদেশ নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

আজ বাংলাদেশ সময় দুপুরে অস্ট্রেলিয়ার প্রধান গণমাধ্যমগুলোতে প্রচার হয়েছে এ খবর। হাথুরুসিংহে ব্লুজ এন্ড সিডনি থান্ডারের কোচের পদ ছেড়ে দিয়েছেন। নিউ সাউথ ওয়েলস মেইল এলিট ক্রিকেট প্রধান মাইকেল ক্লিঙ্গার হাথুরুকে শুভ কামনাও জানিয়েছেন।

তিনি বলেন, ‘চন্ডি গত কয়েকবছর নিউ সাউথ ওয়েলস, দ্য ব্লুজ ও সিডনি থান্ডারের হয়ে বেশ ভাল কাজ করেছেন এবং তাকে ছাড়তে আমাদের খুব কষ্ট হচ্ছে।’

তবে নিউ সাউথওয়েলসের ক্রিকেট প্রধান মাইকেল ক্লিঙ্গার আকারে ইঙ্গিতে বুঝিয়ে দেন, হাথুরুসিংহে তাদের সঙ্গে সম্পর্ক চুকিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকটে কোচিংয়ে ফিরতে যাচ্ছেন। আর তাই তার মুখে এমন কথা, ‘আমরা বুঝে গেছি হাথুরুর মনে ও মাথায় আন্তর্জাতিক ক্রিকেটে কোচিং করানোর চিন্তা ও ইচ্ছে আছে। তাই তিনি নিউ সাউথওয়েলস থেকে সরে দাঁড়াচ্ছেন।’

আমি বাংলাদেশের হেড কোচ পদে ফিরে যাচ্ছি, মুখে সরাসরি এমন কথা না বললেও হাথুরুসিংহেও নিজের নিউ সাউথ ওয়েলস থেকে সরে দাঁড়ানোর কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি ব্লুজের কোচিং স্টাফ ও এখানকার তরুণ ক্রিকেটারদের সাথে কাজটা খুব উপভোগ করেছি।’

এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।