ভারতীয় গণমাধ্যমের খবর

কোহলির বিলাসবহুল বাংলো, সাজিয়ে দিলেন হৃত্বিকের সাবেক স্ত্রী

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪৭ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

কোহলি এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে ব্যস্ত। এরই মধ্যে ভারতীয় গণমাধ্যমে এলো তার বিলাসবহুল বাংলো কেনার খবর। মুম্বাইয়ের আলিবাগ এলাকায় তিনি এই বাংলো কিনেছেন বলে জানা গেছে।

হিন্দুস্তান টাইমস-এ প্রকাশিত একটি খবরের উদ্ধৃতি দিয়ে ইনসাইড স্পোর্টস লিখেছে, ‘বিরাট কোহলি আবাস গ্রামে ২০০০ বর্গ ফুটের একটি ভিলায় ৬ কোটি টাকা খরচ করেছেন। তিনি এই সম্পত্তির স্ট্যাম্প ডিউটি হিসাবে ৩৬ লাখ টাকা প্রদান করেছেন।’

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, বিরাট কোহলির বিলাসবহুল বাংলোতে ৪০০ বর্গফুটের একটি সুইমিং পুলও তৈরি করা হয়েছে। বিশেষ বিষয় হলো, বলিউড অভিনেতা সঞ্জয় খানের মেয়ে এবং হৃতিক রোশানের সাবেক স্ত্রী সুজান খান প্রজেক্টের ইন্টেরিয়র ডিজাইন করেছেন।

আলিবাগ এলাকায় এটি বিরাট কোহলির দ্বিতীয় সম্পত্তি। আভাস লিভিং আলিবাগ এলএলপির আইনি উপদেষ্টা হিসাবে কাজ করছেন অ্যাডভোকেট মহেশ মাত্রে। তিনি বলেছেন, ‘প্রাকৃতিক সৌন্দর্যের কারণে আভাস একটি পছন্দের গন্তব্য। এছাড়াও, মান্ডওয়া জেটি আওয়াস থেকে পাঁচ মিনিটের দূরত্বে এবং স্পিড বোটগুলি এখন মুম্বইয়ের দূরত্ব ১৫ মিনিটে কমিয়ে দিয়েছে।’

মহেশ মাত্রের মতে, কোহলি অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাস্কার সিরিজে ব্যস্ত। তাই বিরাটের ভাই বিকাশ কোহলি সাব-রেজিস্ট্রার অফিসে গিয়ে রেজিস্ট্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।

বিরাট কোহলি এবং আনুশকা শর্মা ইতিমধ্যেই আলিবাগ এলাকায় বড় সম্পত্তি কিনেছেন। এই দম্পতি ১৯.২৪ কোটি টাকায় গত বছরের সেপ্টেম্বরে গিরাদ গ্রামে ৩৬,০৫৯ বর্গফুট জুড়ে বিস্তৃত খামারবাড়ি কেনেন।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।