অভিষেকেই হৃদয়ের আত্মবিশ্বাস দেখে অবাক শান্ত

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:০৫ পিএম, ০৯ মার্চ ২০২৩

তারা সিলেট স্ট্রাইকার্সের পক্ষে খেলেছেন। বেশ কটি ম্যাচ জেতানো জুটি গড়ে দলকে ফাইনালে তুলে আনতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

বিপিএলে শান্ত রান বেশি করলেও তৌহিদ হৃদয় ছিলেন তুলনামূলক বাড়তি আত্মবিশ্বাসী। তার ব্যাটও ছিল বেশ সাবলীল।

আজও শান্তর সাথে ৬৫ রানের জুটি গড়ার শুরুতে তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে কিছু সাহসী শট বেরিয়ে এসেছে। অভিষিক্ত হৃদয়ের এই ইতিবাচক মানসিকতা, সাহস ও আত্মবিশ্বাসী ব্যাটিংয়ের প্রশংসা করেছেন ম্যাচসেরা নাজমুল হোসেন শান্ত।

শান্ত বলেন, ‘যে ইন্টেন্ট নিয়ে হৃদয় ব্যাটিং করেছে, সেটা দেখেই আমি আত্মবিশ্বাস পেয়েছি। ওকে দেখে কখনও নার্ভাস মনে হয়নি এরকম একটা বড় দলের বিপক্ষে। আমাদের ওই আত্মবিশ্বাসটা ছিল। কারণ বিপিএলে আমাদের কিছু বড় বড় জুটি ছিল। যখন ও এভাবে শুরু করেছে, আমরা শুধু স্বাভাবিক ব্যাটিং করছিলাম।’

শান্ত বিপিএলে অনেক রান করলেও তার স্ট্রাইকরেট ছিল ১১০-এর আশেপাশে। আজ সেই শান্তকে দেখা গেলো বিধ্বংসীরূপে। খেলেছেন অনেক হাত খুলে, ১৭০.০০ স্ট্রাইকরেটে।

এতটা মেরে খেলার রহস্য কী? শান্ত বলেন, ‘আমি ধারাবাহিক রান করেছি। একজন ব্যাটার হিসেবে যখন ধারাবাহিক রান করবো ভিন্ন একটা আত্মবিশ্বাস তো থাকেই। খেলা সম্পর্কেও অনেক ধারণা আসে। আমার কাছে মনে হয়েছে আমি কিভাবে ইনিংস এগিয়ে নেব এই ব্যাপারে আমার ধারণা ভালো ছিল। সেটাই শুধু অ্যাপ্লাই করার চেষ্টা করেছি।’

এআরবি/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।