সাই হোপের সেঞ্চুরিতে ম্লান বাভুমার ঝড়ো সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:১০ পিএম, ১৯ মার্চ ২০২৩

দক্ষিণ আফ্রিকান ব্যাটারদের মধ্যে একা অধিনায়ক টেম্বা বাভুমাই কেবল রয়েছেন ফর্মের চূড়ায়। অন্য ব্যাটারদের খুঁজেই পাওয়া যাচ্ছে না যেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবারও সেঞ্চুরি বেরিয়ে এলো বাভুমার ব্যাট থেকে। ১১৮ বলে তিনি খেললেন ১৪৪ রানের দুর্দান্ত এক ইনিংস।

কিন্তু তার এই ঝড়ো গতির সেঞ্চুরি এবং বড় স্কোরও কোনো কাজে আসলো না। অন্য ব্যাটারদের ব্যর্থতার কারণে দ্বিতীয় ওয়ানডেতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের কাছে ৪৮ রানের বড় ব্যবধানে হেরে গেলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

ইস্ট লন্ডনের বাফেলো পার্কে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করতে নামার পর মিডল অর্ডার সাই হোপের দুর্দান্ত এক সেঞ্চুরিতে ৩৩৫ রানের পাহাড়ে চড়ে ওয়েস্ট ইন্ডিজ। সাই হোপ ১১৫ বলে খেলেন ১২৮ রানের ইনিংস। ৫টি বাউন্ডারি এবং ৭টি ছক্কায় সাজানো ছিল তার ইনিংস।

Sai Hope

সাই হোপ ছাড়া খুব বড় ইনিংস আর কেউ খেলতে পারেননি। তবে মাঝারিমানের আরও চারটি ইনিংসের কারণেই বড় স্কোর গড়তে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ।

৪৬ রান করেন রভম্যান পাওয়েল, ৩৯ রান করেন নিকোলাস পুরান, ৩৬ রান করেন কাইল মায়ার্স এবং ৩০ রান করেন ব্রেন্ডন কিং। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৫ রান সংগ্রহ করতে সক্ষম হয় ক্যারিবীয়রা। ৩ উইকেট নেন জেরার্ল্ড কোয়েতজে, ২টি করে উইকেট নেন বিয়ন ফরচুইন এবং তাবরিজ শামসি।

জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতেই ৭৬ রান তুলে ফেলে দক্ষিণ আফ্রিকা। ২৬ বলে ৪৮ রান করে আউট হন ও ডি কক। রায়ান রিকেলটন ১৪ রান করে আউট হন। ২৭ রান করেন টনি ডি জর্জি। মার্কো জানসেন করেন ১৭ রান এবং লুঙ্গি এনগিদি ১২ রানে অপরাজিত থাকেন। বাকিদের কেউ দুই অংকের ঘরও স্পর্শ করতে পারেননি।

শেষ পর্যন্ত ৪১.৪ ওভারে ২৮৭ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ক্যারিবীয়দের হয়ে ৩টি করে উইকেট নেন অ্যালজারি জোসেফ এবং আকিল হোসেইন। ১টি করে উইকেট নেন কাইল মায়ার্স, ইয়ানিক ক্যারিয়াহ এবং ওডেন স্মিথ।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।