মিঠুনের চওড়া ব্যাট আর রুবেলের আগুন ঝরানো বোলিং

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:২৭ পিএম, ২১ মার্চ ২০২৩

তামিম, ইয়াসির আলী রাব্বি, মোস্তাফিজ ও শরিফুল নেই। জাতীয় দলের সাথে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যস্ত তারা। তারপরও থেমে নেই প্রাইম ব্যাংকের জয়রথ।

প্রথম দুই ম্যাচে সিটি ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নকে হারানোর পর আজ মঙ্গলবার মিরপুরের শেরে বাংলায় নিজেদের তৃতীয় খেলায়ও সাইনপুকুরের বিপক্ষে ৭৩ রানের বড় ব্যবধানে জিতেছে প্রাইম ব্যাংক।

শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ব্যাট করে ২৯৫ রানের বড়সড় স্কোর গড়ে জয়ের পথে অনেকদুর এগিয়ে যায় প্রাইম ব্যাংক। অধিনায়ক মোহাম্মদ মিঠুন, অলরাউন্ডার আদিল আমিন, ওপেনার প্রতিক নওরোজ নাবিল ও আল আমিন জুনিয়র-অলক কাপালির ব্যাটিং দৃঢ়তা প্রাইম ব্যাংককে ৩০০ এর দোরগোড়ায় পৌঁছে দেয়।

অধিনায়ক মিঠুনের ব্যাট থেকে আসে সর্বাধিক ৯৩। এছাড়া আদিল আমিন উপহার দেন ৬৪ রানের হার না মানা ইনিংস। এরপর পেসার রুবেল হোসেন (৪/৩৬) আর রেজাউর রহমান রাজা (২/৩৩) বল হাতে জ্বলে উঠলে ২১৭ রানে থেমে যায় সাইনপুকুর।

প্রাইম ব্যাংক: ২৯৫/৮, ৫০ ওভার (প্রতিক নওরোজ নাবিল ৪৩, হাসানুজ্জামান ০, মিঠুন ৯৩, নাসির ১২, আদিল আমিন ৬৪*, আল আমিন জুনিয়র ৩৯, অলক কাপালি ২৮; ফরহাদ রেজা ৩/৩১, নাহিদ রানা ২/৪৯, আমিনুল বিপ্লব ২/৫০)।

সাইনপুকুর: ২১৭/১০, ৪৫.১ ওভার (সাঙ্গীত মালিন্দো কোরে ৪৩, অমিত হাসান ১৫, আমিনুল বিপ্লব ৪১, রিপন ১৩, মেহেদি হাসান রানা ৪৬, হাসান মুরাদ ২১; রুবেল হোসেন ৪/৩৬, রেজাউর রহমান রাজা ২/৩৩, আদিল আমিন ১/২৬, তাইজুল ১/৪৪, অলক কাপালি ১/৪৩)।

ফল: প্রাইম ব্যাংক ৭৩ রানে জয়ী।

এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।