অগ্রণী ব্যাংকের সাথে লড়াই করে হারলো সিটি ক্লাব

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:১৫ পিএম, ২৫ মার্চ ২০২৩

পরপর দুই ম্যাচে জিতলো অগ্রণী ব্যাংক। আগের ম্যাচে ঢাকা লেপার্ডের বিপক্ষে জয়ের পর আজ আবার জিতলো তারা। বিকেএসপির ৪ নম্বর মাঠে সিটি ক্লাবকে ১৮ রানে হারিয়েছে ব্যাংক পাড়ার দলটি।

আগের ম্যাচে সেঞ্চুরির পর শনিবার আবার ফিফটি হাঁকালেন মার্শাল আইয়ুব। ৫৭ বলে ৬২ রানের দারুণ এক ইনিংস উপহার দিয়েছেন অগ্রণী ব্যাংক অধিনায়ক মার্শাল। তার সাথে ‘বিগ ফিফটি’ উপহার দিয়েছেন ওপেনার আজমির আহমেদ ও ভারতীয় রিক্রুট আজিম নাজির কাজী।

ওপেনার আজমিরের সামনে সুযোগ ছিল শতরান করার। হাতে পর্যাপ্ত ওভারও ছিল; কিন্তু ২৩ নম্বর ওভারের দ্বিতীয় বলে শতরান থেকে ১১ রান দুরে আউট হয়ে যান আজমির। ৯২ বলে ১০ বাউন্ডারি আর ৫ ছক্কায় ৮৯ রানের আক্রমণাত্মক ইনিংসটি সাজান অগ্রণী ব্যাংকের এ ওপেনার।

আর ভারতীয় আজিম নাজির কাজীর ব্যাট থেকে আসে ৭৭ বলে ৬৬ রানের আরেক বড় ইনিংস। মূলতঃ এ তিন হাফ সেঞ্চুরির ওপর ভর করে ২৯১ রানের (৮ উইকেটে) বড়সড় পুঁজি পেয়েছে অগ্রণী ব্যাংক।

কিন্তু তরুণ উইলোবাজদের দৃঢ়তায় কড়া প্রতিরোধ গড়ে তুলেছিল সিটি ক্লাবও। জিততে না পারলেও তিন তরুণ তৌফিক খান তুষার (৫৬ বলে ৫৯), শাহরিয়ার কমল (৬৮ বলে ৫১) আর রাফসান মাহমুদের (৭৩ বলে ৫৩) সাথে অভিজ্ঞ আসিফ আহমেদ রাতুল (৪৫ বলে ৪৬) এর সংগ্রামী ব্যাটিংয়ে ২৭৩ (৯ উইকেটে) পর্যন্ত চলে যায় সিটি ক্লাব।

অভিজ্ঞ অফস্পিনার শরিফুল্লাহ ৯ ওভারে ৩৫ রানে ৩ উইকেটের পতন না ঘটালে কি হতো বলা মুস্কিল। ম্যাচের ফল ভিন্নও হতে পারতো।

এআরবি/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।