ভারতীয় ক্রিকেট বোর্ডকে আক্রমণ ইমরানের, ‘ওদের খুব টাকার অহঙ্কার’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:১১ পিএম, ০২ এপ্রিল ২০২৩

এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। কিন্তু ভারত খেলতে যাবে না পাকিস্তানে। যার পলে নিরপেক্ষ কোনো ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনের জন্য প্রস্তুত এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যার সভাপতি আবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ।

এশিয়া কাপ পাকিস্তানে হবে কী হবে না তা নিয়ে যখন জোর পরিকল্পনা চলছে, তখন পাকিস্তান ক্রিকেট দলের ভারত এসে বিশ্বকাপ খেলা নিয়েও তৈরি হয়েছে জোর সংশয়। বলা হচ্ছে বাংলাদেশ কিংবা অন্য কোনো নিরপেক্ষা ভেন্যুতে অনুষ্ঠিত হতে পারে বিশ্বকাপে পাকিস্তানের খেলাগুলো।

এ নিয়ে যখন মাঠ সরগরম, তখন হঠাৎ করেই বড় ধরনের অভিযোগ করলেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক এবং সদ্য সাবেক হওয়া প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জানিয়েছেন, দু’দেশের খেলা নিয়ে যা চলছে তা দুঃখজনক। পাশাপাশি ভারতকে একহাত নিয়ে তিনি বলেন, টাকা রয়েছে বলেই ক্রিকেটবিশ্বে মোড়লগিরি দেখাতে পারছে ভারত।

ইমরান খান বলেন, ‘ভারত এবং পাকিস্তানের সম্পর্ক দুঃখজনক। ভারত এমন অহঙ্কার দেখায় যেন ওরা ক্রিকেটবিশ্বের মহাশক্তি। ভারত ক্রিকেট খেলে গোটা বিশ্ব থেকে অনেক টাকা মুনাফা করে। তাই হয়তো ওরা প্রতিপক্ষ দল কে হবে, সেটা ইচ্ছে অনুযায়ী বেছে নিতে পারে। ক্রিকেটের মহাশক্তি বলেই হয়তো ওদের এত অহঙ্কার।’

ইমরানের আরও অভিযোগ, বেছে বেছে পাকিস্তানের ক্রিকেটারদেরই লক্ষ্য করে আক্রমণ করে ভারত। পাকিস্তানে এত ভাল টি-টোয়েন্টি লিগ থাকা সত্ত্বেও তাদের হেলাফেলা করে। ইমরান বলেছেন, ‘বিসিসিআই পাকিস্তানের ক্রিকেটারদের আক্রমণ করে, যা ওদের অহঙ্কারের সমতুল্য। কিন্তু পাকিস্তানেও এখন উচ্চমানের টি-টোয়েন্টি লিগ (পিএসএল) রয়েছে। সেখানেও বিদেশি ক্রিকেটাররা খেলে।’

পাকিস্তানের ক্রিকেটারদেরও তিনি বলে দিয়েছেন, আইপিএলে খেলতে না পারার কথা ভেবে মাথা না ঘামাতে। ইমরানের কথায়, ‘যদি ভারত কোনওদিন পাকিস্তানের ক্রিকেটারদের আইপিএলে খেলতে না-ও দেয়, তা হলে সেটা নিয়ে ভাবার কোনও কারণ নেই। পাকিস্তানে অনেক প্রতিভাবান তরুণ ক্রিকেটার রয়েছে।’

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।