অবশেষে খেলছেন মোস্তাফিজ, দিল্লির সংগ্রহ ১৭২ রান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:০২ পিএম, ১১ এপ্রিল ২০২৩

টানা তিন ম্যাচ হারের পর অবশেষে বাংলাদেশের বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। আগের তিন ম্যাচে বোলারদের যারপরনাই ব্যর্থতাই ছিল দিল্লির পরাজয়ের মূল কারণ। সে কারণে, আজ রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দক্ষিণ আফ্রিকান ব্যাটার রাইলি রুশোর পরিবর্তে একাদশে পেসার বাড়িয়ে মোস্তাফিজকে দলে নিলো তারা।

দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে এই ম্যাচে টস জিতেছেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। টস জিতেই ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন তিনি। ব্যাট করতে পাঠান দিল্লিকে।

টস হেরে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারেই অলআউট হয়ে গেছে দিল্লি। সংগ্রহ করতে পেরেছে ১৭২ রান। বরাবরের মত রান করেন ডেভিড ওয়ার্নার। তিনি করেনে ৫১ রান। তার সঙ্গে ৫৪ রান করেন অক্ষর প্যাটেল।

ডেভিড ওয়ার্নার এবং পৃথ্বি শ ৩৩ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন। ১৫ রান করে আউট হন পৃথ্বি শ। ২৬ রান করে আউট হন মানিশ পান্ডে। যশ ডুল ২ রান করে আউট হন। রোভমান পাওয়েল ৪ রান করে আউট হন।

ললিত যাদব করেন ২ রান। ২৫ বলে ঝড়ো ইনিংস খেলে ৫৪ রানে আউট হন। অভিশেক ১ রান করেন। অ্যানরিখ নরকিয়া করেন ৫ রান।

আইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।