ওর বয়স তো আর ২১ নয়: কোহলির আচরণে ক্ষিপ্ত কুম্বলে-উথাপ্পা
বিরাট কোহলির সঙ্গে গৌতম গম্ভীরের ঝামেলা পুরোনো। সোমবার রাতে লখনৌ সুপার জায়ান্টস আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার লো স্কোরিং ম্যাচে সেই আগুন নতুন করে জ্বলে উঠলো।
উত্তেজনাকর ম্যাচে ১২৬ রানের পুঁজি নিয়েই ১৮ রানে জিতেছে কোহলির বেঙ্গালুরু। লখনৌর যখন এক একটা উইকেট পড়ছিল, কোহলি স্বভাবসুলভ উল্লাস করে প্রতিপক্ষ শিবিরকে তাঁতিয়ে তুলছিলেন। যার জেরে উত্তেজনা ছড়িয়ে পরে ম্যাচ শেষ হওয়ার পরও।
কোহলির সঙ্গে ঝামেলা লাগে লখনৌর নাভিন উল হকের। সেই ঝামেলায় এসে যোগ দেন লখনৌর মেন্টর গৌতম গম্ভীর। দুজনকে আলাদা করতে রীতিমত বেগ পেতে হয়েছে সতীর্থদের।
ওই ঝামেলা নিয়ে এবার কোহলিকেই তুলোধুনো করলেন সাবেক দুই ক্রিকেটার অনিল কুম্বলে ও রবিন উথাপ্পা। কুম্বলে মনে করেন, মাঠে যাই হোক না কেন, ম্যাচের পরে হাত মেলাতে হবে। অন্যদিকে উথাপ্পা তো আরও রূঢ় হয়ে বললেন, কোহলির বয়স তো এখন আর ২১ নয় যে এমন আচরণ করবে।
আরও পড়ুন>মাঠেই লেগে গেলো কোহলি-গম্ভীরের (ভিডিও)
সোমবার জিও সিনেমার অনুষ্ঠানে উথাপ্পা বলেন, ‘আমি বিরাট কোহলির অন্যতম বড় সমর্থক। কিন্তু ও যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছে, সেটার একেবারেই সমর্থক নই আমি। ওর বয়স এখন আর ২১ নয়। যে কিনা ওরকম আগ্রাসী সেলিব্রেশন করবে। বিরাট এখন পরিণত ক্রিকেটার। তাকে দেখে কোটি-কোটি তরুণ ক্রিকেটার অনুপ্রাণিত হয়, উদ্বুদ্ধ হয়। বিরাটের এরকম আগ্রাসী আচরণে যে ওই তরুণদের কাছে ভালো বার্তা যাবে না।’
একইসুরে ওই অনুষ্ঠানে কুম্বলে বলেন, ‘যে কোনও ম্যাচে আবেগের বিচ্ছুরণ নয়। কিন্তু এখানে সেইসব আবেগের বহিঃপ্রকাশ করতে চায় না খেলোয়াড়রা। মাঠের মধ্যে যাই হোক না কেন, বিপক্ষকে সম্মান জানাতে হবে। খেলাটাকে সম্মান জানতে হবে। মাঠে যাই হোক না কেন, ম্যাচের পর হাত মেলাতে হবে।’
আরও পড়ুন>১২৬ রান নিয়েও দুর্দান্ত এক জয় বেঙ্গালুরুর
ভারতের জাতীয় দলে কুম্বলে কোচ হিসেবে কাজ করার সময়ও কোহলির সঙ্গে ঝামেলা বেঁধেছিল। যার জেরে দায়িত্বই ছাড়তে হয় তাকে। অন্যদিকে উথাপ্পা বরাবরই পরিচিত কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার হিসেবে। একসঙ্গে দীর্ঘদিন এই দলে গম্ভীরের সঙ্গে খেলেছেন সাবেক এই ওপেনার।
কোহলির আচরণ নিয়ে অবশ্য তারাই শুধু সমালোচনা করছেন, এমন নয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে প্রবল সমালোচনা। কয়েকজন কোহলির পক্ষে কথা বললেও বেশিরভাগই তার আচরণের নিন্দা করেছেন।
একজন তো লিখেছেন এভাবে, ‘সে (কোহলি) ঝগড়া করেছে গাঙ্গুলির সঙ্গে, ঝগড়া করেছে গম্ভীর এবং কুম্বলের সঙ্গেও। আমি বিস্মিত হব না, এরপর যদি সে শচিন কিংবা ধোনির সঙ্গেও লেগে যায়।’
এমএমআর/জিকেএস