দুইদিনের মাথায় শীর্ষস্থান হারালো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ০৮ মে ২০২৩

ইতিহাস গড়ে প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে, বাবর আজমদের উচ্ছ্বাসটা টিকলো মাত্র দুইদিন। ৪৮ ঘণ্টার মধ্যে শীর্ষস্থান হারিয়ে বসলো পাকিস্তান।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে টানা চারটি ম্যাচ জিতে পাকিস্তান আইসিসির এক নম্বর ওয়ানডে দলে পরিণত হয়। তারা টপকে যায় ভারত ও অস্ট্রেলিয়াকে।

তবে সিরিজের পঞ্চম ম্যাচ হেরে সিংহাসন খোয়াতে হলো পাকিস্তানকে। পাঁচ ম্যাচের সিরিজের শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ৪৭ রানে হারিয়ে আইসিসি ব়্যাঙ্কিংয়ে তিন নম্বরে টেনে নামিয়ে দিয়েছেন টম লাথামরা। ফলে অস্ট্রেলিয়া ফের এক নম্বরে, ভারত উঠেছে দুইয়ে।

চতুর্থ ওয়ানডের পর পাকিস্তান শীর্ষে উঠলেও তাদের রেটিং পয়েন্ট ছিল অস্ট্রেলিয়া ও ভারতেরই সমান ১১৩। শতাংশ ব্যবধানে এগিয়ে থাকায় এক নম্বরে চলে এসেছিল বাবর আজমের দল।

পঞ্চম ওয়ানডেতে হারের পর পাকিস্তানের রেটিং পয়েন্ট এক কমেছে, হয়েছে ১১২। অস্ট্রেলিয়া আগের মতোই ১১৩ পয়েন্ট নিয়ে এক নম্বরে এবং ভারত সমান রেটিং পয়েন্ট নিয়ে শতাংশ ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।