কোয়াবের সভায় কেন নেই সাকিব-তামিমরা? যা বললেন আকরাম

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ২১ মে ২০২৩

আবারও ক্রিকেটারদের কল্যাণ পরিষদ কোয়াবের সভাপতি নির্বাচিত হলেন নাইমুর রহমান দুর্জয়। শনিবার দুপুরে শেষ হওয়া কোয়াবের বার্ষিক সাধারণ সভায় কোনো নির্বাচন হয়নি। তাই আগের সভাপতি দুর্জয় আরেকবার কোয়াব প্রধান হয়েছেন। একইভাবে সাধারণ সম্পাদক দেবব্রত পালও নিজ পদে বহাল।

কোয়াবের এই সভায় ছিলেন না সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের মতো প্রতিষ্ঠিত তারকারা। বর্তমান প্রজন্মের মধ্যে মাশরাফি দুপুরে মধ্যাহ্ন ভোজের ঠিক পরপরই এসে উপস্থিত হন। আর বর্তমান জাতীয় পর্যায়ের ক্রিকেটারদের মধ্যে মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত আর নুরুল হাসান উপস্থিত ছিলেন শুধু।

সাকিব-তামিমরা কেন ছিলেন না? এ প্রসঙ্গে বিসিবি পরিচালক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান বলেন, ‘যারা মনে করেন বাইরে ছিল, যেমন সাকিব দুর্জয়ের সঙ্গে কথা বলেছিল, সে দেশের বাইরে আছে। তামিম দেশের বাইরে আছে। আমার মনে হয় যে, বর্তমান সময়ের খেলোয়াড়দের মধ্যে যারা ব্যস্ত ছিল, তারা আসে নাই। তবে সবসময় যোগাযোগ থাকে আমাদের সঙ্গে।’

আজ (রোববার) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত ‘ডিএনসিসি মেয়র কাপ ২০২৩ সিজন-টু’র উদ্বোধন করতে গিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপে এমন কথা বলেন আকরাম খান।

কোয়াবের সভা খুব ভালোভাবেই শেষ হয়েছে দাবি করেন তিনি। আকরামের ভাষায়, ‘দেখেন কালকের প্রোগ্রামটা খুবই ভালো হয়েছে। এইজন্য আমি ধন্যবাদ দিচ্ছি, যারা ইনভলভ আছে। দুর্জয় আছে, দেবু আছে... বাকি যারা আছে। এর মধ্যে অনেকগুলো কাজ কোয়াব করেছে। বিশেষ করে যখন কোভিড ছিল ঢাকা, ঢাকার বাইরে উপজেলায় অনেক প্লেয়ারদের অনেক সহযোগিতা করেছি। আমরা ক্লাব ক্রিকেটে অনেক এগিয়ে গেছি। যতদিন যাবে, তত সুন্দরভাবে করতে চাই। এবার অনেকদিন পর এজিএম ও কাউন্সিল হয়েছে। অনেক আলাপ আলোচনা হয়েছে। অনেক পজিটিভ কথা বের হয়ে এসেছে। আমরা যদি অ্যাক্টিভ থাকি তাহলে ভালো হবে।’

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।