আইপিএল ফাইনালে ওঠার লড়াইয়ে আধ ঘণ্টা বিলম্ব

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ২৬ মে ২০২৩

চেন্নাই সুপার কিংস চলে গেছে ফাইনালে। অপেক্ষা তাদের প্রতিপক্ষের। সেই অপেক্ষা আরও একটু বিলম্বিত করে দিলো বৃষ্টি। বৃষ্টিতে আউটফিল্ড ভেজা থাকায় গুজরাট টাইটান্স আর মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার দ্বিতীয় কোয়ালিফায়ার শুরু হতে আধ ঘণ্টা দেরি হবে।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় টস হওয়ার কথা ছিল, ম্যাচ শুরু হওয়ার কথা ছিল রাত আটটায়। ভেজা আউটফিল্ডের কারণে টস ৪৫ মিনিট পিছিয়েছে। বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে টস, ৮টা ৩০ মিনিটে শুরু হবে খেলা।

প্রথম কোয়ালিফায়ারকে গুজরাটকে ১৫ রানে হারিয়ে ফাইনালে উঠেছে চেন্নাই। অন্যদিকে এলিমিনেটরে লখনৌ সুপার জায়ান্টসকে ৮১ রানে উড়িয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে এসেছে মুম্বাই।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।