ভারত-অস্ট্রেলিয়ার ফাইনাল শেষ পর্যন্ত ড্র হলে শিরোপা কার?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল একবারে শেষের দিকে চলে এসেছে। পঞ্চম ও শেষদিনের খেলা চলছে। যদি শেষ পর্যন্ত টেস্টটি ড্র হয়, তবে কোন দল শিরোপা জিতবে-ভারত নাকি অস্ট্রেলিয়া?
আইসিসির ১৬.৩.৩ ধারার নিয়ম অনুযায়ী, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যদি ড্রয়ে শেষ হয়, তাহলে দুই দল যৌথভাবে চ্যাম্পিয়ন হবে এবং পুরস্কারমূল্যও দুই দলের মধ্যেই ভাগ করে দেওয়া হবে।
আইসিসির এই নিয়ম অনুযায়ী, 'ম্যাচ যদি ড্র, টাই বা পরিত্যক্ত হয়, সেক্ষেত্রে দুই দলকেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যুগ্ম বিজয়ী ঘোষণা করা হবে।'
অবশ্য ম্যাচে বৃষ্টির জন্য যদি কোনো ধরনের ব্যাঘাত ঘটে, তাহলে ম্যাচ শেষ করার জন্য একটি রিজার্ভ ডে বরাদ্দ রয়েছে। যদি ঘণ্টাখানেকের অধিক সময় ম্যাচ কোনো কারণে বন্ধ থাকে, সেক্ষেত্রে রিজার্ভ ডে কার্যকরী হবে। ম্যাচে যেটুকু সময় নষ্ট হয়েছে, রিজার্ভ ডেতে কেবল সেটুকু সময়ই খেলা হবে।
তবে ওভালে এই টেস্টে বৃষ্টিতে বড় বাধায় পড়ার মতো পূর্বাভাস নেই। সেক্ষেত্রে ম্যাচের ফল বের হওয়ার সম্ভাবনাই বেশি।
এমএমআর/জেআইএম