আইসিসি ট্রফি জয়ের ‘চক্রপূরণ’ অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:২৬ পিএম, ১১ জুন ২০২৩

ওয়ানডে বিশ্বকাপে সর্বাধিক চ্যাম্পিয়ন। টি-টোয়েন্টিতে দীর্ঘদিনের ট্রফিখরা কেটেছে বছর দুই আগে। শোকেসে আছে দুটি চ্যাম্পিয়ন্স ট্রফিও। বাকি ছিল কেবল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা।

সেই শিরোপাটাও অবশেষে নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। আজ (রোববার) ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ২০৯ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হলুদ জার্সিধারীরা।

এই জয়ে অস্ট্রেলিয়ার ‘চক্রপূরণ’ হলো। এখন আইসিসির সব ট্রফিই আছে অস্ট্রেলিয়ার-ওয়ানডে, টি-টোয়েন্টি, চ্যাম্পিয়ন্স ট্রফি আর টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি।

১৯৮৭ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতে শুরু। এরপর অপেক্ষা করতে হয়েছে ১২ ব্ছর। ১৯৯৯ সালে দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। তারপর শুরু সোনালি সময়।

২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর ২০০৭ সালেও চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। টানা তিনবার ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়ন। মাঝে ২০০৬ সালে জিতেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০০৯ সালে আবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়।

২০১৫ সালে এসে পঞ্চমবারের মতো জেতে ওয়ানডে বিশ্বকাপ। বাকি ছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। ২০০৭ সালে বিশ্বকাপ চালু হওয়ার পর অপেক্ষা করতে হয়েছে ১৪টি বছর। ২০২১ সালে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাও জিতে নেয় অস্ট্রেলিয়া।

সবশেষ ২০২৩ সালে এসে জিতলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি। এখানে অবশ্য অস্ট্রেলিয়ার অপেক্ষা করতে হয়নি তেমন। কেননা এটি ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মাত্র দ্বিতীয় আসর।

অস্ট্রেলিয়ার আইসিসি ট্রফি জয়
১৯৮৭ : ওয়ানডে বিশ্বকাপ
১৯৯৯ : ওয়ানডে বিশ্বকাপ
২০০৩ : ওয়ানডে বিশ্বকাপ
২০০৬ : চ্যাম্পিয়ন্স ট্রফি
২০০৭ : ওয়ানডে বিশ্বকাপ
২০০৯ : চ্যাম্পিয়ন্স ট্রফি
২০১৫ : ওয়ানডে বিশ্বকাপ
২০২১ : টি-টোয়েন্টি বিশ্বকাপ
২০২৩ : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।