শান্ত-বাবরকে পেছনে ফেলে আইসিসির ‘মাসসেরা’ টেক্টর
বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত এবং পাকিস্তানের বাবর আজমকে পেছনে ফেলে আইসিসির মে মাসের সেরা ক্রিকেটার তথা ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন আয়ারল্যান্ডের ব্যাটার হ্যারি টেক্টর।
বাংলাদেশের বিপক্ষে পারফর্ম করেই সেরার পুরস্কার জিতেছেন টেক্টর। চেমসফোর্ডে টাইগারদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১১৩ বলে ৭ চার ও ১০ ছক্কায় ক্যারিয়ারসেরা ১৪০ রানের ইনিংস খেলেন তিনি।
যদিও ওই ম্যাচে শান্ত ৮৩ বলে সেঞ্চুরি করে দলকে জেতান। ৯৩ বলে ১২ চার আর ৩ ছক্কায় বাঁহাতি এই ব্যাটার খেলেন ১১৭ রানের ইনিংস।
সবমিলিয়ে মে মাসে বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডেতে টেক্টর করেছেন ২০৬ রান (২১*, ১৪০, ৪৫)। অন্যদিকে শান্ত তিন ওয়ানডেতে করেন ১৯৬ রান (৪৪, ১১৭, ৩৫)।
তৃতীয় ওয়ানডেতে আবার বল হাতেও পারফর্ম করেন শান্ত। ১০ রান খরচায় একটি গুরুত্বপূর্ণ উইকেট নেন। যে উইকেটের কারণে ম্যাচ ঘুরে যায় বাংলাদেশের দিকে। ওই সিরিজে সেরা ক্রিকেটারও নির্বাচিত হন শান্ত। তারপরও তিনি পেরে উঠেননি টেক্টরের সঙ্গে।
অন্যদিকে মে মাসে করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরিসহ ১৬২ রান করেন বাবর আজম।
এমএমআর/এএসএম