৯৯’তেই রয়ে গেলেন বেয়ারস্টো, ৫৯২ রানে অলআউট ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:১৫ পিএম, ২১ জুলাই ২০২৩

ম্যানচেস্টারে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে প্রথম ইনিংসেই ২৭৫ রানের বড় লিড নিয়ে নিলো ইংল্যান্ড। মারকুটে ‘বাজবল’ ক্রিকেট খেলে সাড়ে পাঁচের কাছাকাছি গড়ে রান তুলে ১০৭.৪ ওভারে ৫৯২ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা।

তবে দলকে ভালো অবস্থানে পৌঁছে দিয়েও আক্ষেপ রয়ে গেছে জনি বেয়ারস্টোর। মাত্র ১ রানের জন্য যে সেঞ্চুরিটা করতে পারেননি। ৮১ বলে ১০ চার আর ৪ ছক্কায় ৯৯ রানের ইনিংস খেলে অপরাজিত হিসেবে মাঠ ছেড়েছেন বেয়ারস্টো।

৪ উইকেটে ৩৮৪ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল ইংল্যান্ড। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার বেন স্টোকস আর হ্যারি ব্রুক আজ ফিফটি করেছেন।

এই দুজন অবশ্য বাজবল নয়, টেস্ট মেজাজেই খেলেছেন। ব্রুক ১০০ বলে ৬১ আর স্টোকস ৭৪ বলে করেন ৫১ রান।

অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজেলউড নেন ৫টি উইকেট। অপর দুই পেসার ক্যামেরুন গ্রিন আর মিচেল স্টার্ক নেন দুটি করে উইকেট।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।