স্টোকসের বিধ্বংসী ব্যাটিংয়ে ইংল্যান্ডের রান পাহাড়
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে বেন স্টোকসের ব্যাটিং তাণ্ডবে রানের পাহাড় গড়ে তুলেছে ইংল্যান্ড। ৪ নম্বরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়েছেন এই অলরাউন্ডার। ১৮২ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন মাত্র ১২৪ বল থেকে। হাঁকিয়েছেন ১৫টি চার ও ৯টি ছক্কা। সেঞ্চুরি করতে খেলেছেন ৭৬ বল। পরবর্তী ৩০ বলে হাকিঁয়েছেন আরও একটি অর্ধশতক।
স্টোকসের সাথে ১৯৯ রানের বিশাল জুটি গড়া ডেভিড মালান করেছেন ৯৬ রান। ট্রেন্ট বোল্টের বলে লাথামের হাতে ক্যাচ দিয়ে সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন মালান। এছাড়া ২৪ বল থেকে ৩৮ রানের ইনিংস খেলেন অধিনায়ক জস বাটলার। ফিলিপসের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন মারকুটে এই ব্যাটার। দুই চারের সুবাদে মঈন আলি করেন ৮ বলে ১২ রান।
বিশাল রান সংগ্রহ করলে ইংল্যান্ড দলের জন্য রয়ে গেছে আক্ষেপ। ইনিংসের শেষ চার ওভারে আউট হন ৫ ব্যাটার। ফলে নির্ধারিত ৫০ ওভারের আগেই অলআউট হয়ে যায় ইংলিশরা। তারা ব্যাট করেন ৪৮.১ ওভার। তাতেই ইংল্যান্ডের সংগ্রহ দাড়ায় ৩৬৮ রান। নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ট শিকার করেন ৫টি উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিলো ইংল্যান্ড। ট্রেন্ট বোল্টের করা ওয়াইড বলের সুবাদে অতিরিক্ত থেকে রানের খাতা খোলে ইংলিশরা।
এরপর ইনিংসের প্রথম বলেই ওপেনার জনি বেয়ারেস্টকে কনওয়ের হাতে ক্যাচ তুলে দিতে বাধ্য করেন বোল্ট। এরপর তৃতীয় ওভারের ৪র্থ বলে জো রুটকে প্যাভিলিয়নের পথ দেখান তিনি। ৭ বল খেলে ৪ রান করেন এই টপঅর্ডার ব্যাটার। দলীয় ১৩ রানে টপ অর্ডারের সেরা ২ ব্যাটারকে হারিয়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে জস বাটলারের দল।
আইএইচএস/ইএ