এশিয়ান গেমস নারী ক্রিকেট
১৫ রানে অলআউট মঙ্গোলিয়া, ইন্দোনেশিয়ার বিশাল জয়
হাংজু এশিয়ান গেমসে নারী ক্রিকেটের প্রাথমিক রাউন্ডে বিশাল জয় পেয়েছে ইন্দোনেশিয়া। মঙ্গলবার হাংজুর ঝিজিয়াং বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রাথমিক রাউন্ডের গ্রুপম্যাচে ইন্দোনেশিয়া ১৭২ রানে হারিয়েছে মঙ্গোলিয়াকে।
২০ ওভারের ম্যাচে মঙ্গোলিয়া টস জিতে ইন্দোনেশিয়াকে ব্যাটিংয়ে পাঠায়। ইন্দোনেশিয়া প্রথমে ব্যাট করে সংগ্রহ করে ৪ উইকেটে ১৮৭ রান। জবাবে মঙ্গোলিয়া ১০ ওভারে অলআউট হয় ১৫ রান করে। আন্দ্রিয়ানি ৮ রানে ৪ উইকেট নিয়ে ধ্বসিয়ে দেন মঙ্গোলিয়ার ইনিংস।
অন্য গ্রুপম্যাচে মালয়েশিয়া ২২ রানে হারিয়েছে হংকংকে। টস হেরে প্রথমে ব্যাট করে মালয়েশিয়া সংগ্রহ করে ৯ উইকেটে ১০৪ রান। জবাবে হংকং ২০ ওভার খেলে ৮২ রানে অলআউট হয়।
নিজ নিজ ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে নাম লিখেছে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। দুই পরাজিত দল হংকং ও মঙ্গোলিয়া আগামীকাল (বুধবার) কোয়ালিফায়ার ম্যাচ খেলবে। জয়ী দল উঠে যাবে নকআউট পর্বে।
কোয়ার্টার ফাইনালে সরাসরি খেলবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলংকা।
আরআই/আইএইচএস/এমএস