পাকিস্তানের ফিল্ডিং মিস নিয়ে ট্রল করলেন ধাওয়ান
ফিল্ডিংয়ে পাকিস্তানের দুর্বলতা বেশ পুরনো। বোলিং ও ব্যাটিংটা ঠিকঠাক করতে পারলেও ফিল্ডিং নিয়ে অতীতে এর আগে বেশ সমালোচনার মুখোমুখি হতে হয়েছে পাকিস্তানকে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচেও পাকিস্তানের মিস ফিল্ডিং দেখা যায়। আর সেটাকেই যেন লুফে নিতে দেরি করেননি ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। পাকিস্তানের ফিল্ডিং মিসকে হাসিঠাট্টায় মেতে ওঠেন সাবেক এই ওপেনার।
পাকিস্তান ও ভারত দুই বৈরী দেশের ক্রিকেটীয় দ্বন্দ্ব বেশ পুরনো। এক দলের ভুলে আরেক দল সমালোচনার পসরা সাজিয়ে বসে। পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ফিল্ডিংয়ে বাচ্চাসুলভ মিস করেন দুই পাকিস্তানি ফিল্ডার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও মোহাম্মদ নওয়াজ।
ম্যাচের ২৩ তম ওভারে হারিস রউফের একটি বল মারনাস লাবুশেন স্কোয়ার লেগে ঠেলে দিয়ে দুই রানের জন্য দৌড় দেন। কিন্তু দুই পাকিস্তানি ফিল্ডারের ভুল বোঝাবুঝিতে সেটি চার হয়ে যায়। মুহূর্তেই এমন ভুলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ সেই ফিল্ডিং মিসের ভিডিও আপলোড করে শেখর ধাওয়ান ক্যাপশনে লেখেন, ‘পাকিস্তান ও ফিল্ডিংয়ের ভালোবাসার কখনো সুন্দর পরিসমাপ্তি হয় না’।
হায়দারাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার দেওয়া ৩৫২ রানের লক্ষ্যে ব্যাট করছে পাকিস্তান। পাকিস্তান তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে।
আরআর/এমএমআর/এমএস