রান তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে ভারত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:২২ পিএম, ০৮ অক্টোবর ২০২৩

অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেয়া ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিক ভারত। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে ২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ২ রানেই ৩ উইকেট হারিয়ে বসেছে স্বাগতিকরা।

ব্যাট করতে নেমে প্রথম ওভারের চতুর্থ বলেই ব্যাটের কানায় লাগিয়ে প্রথম স্লিপে ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দেন ইশান কিশান। গোল্ডেন ডাক মারেন তিনি। প্রথম বল মোকাবেলা করেই আউট হয়ে গেলেন কিশান। শুভমান গিলের অসুস্থতার কারণে ভারতীয় একাদশে সুযোগ পেয়েছিলেন তিনি।

দ্বিতীয় ওভারে জস হ্যাজলউডের বলে দুই উইকেট হারায় ভারত। আউট হন রোহিত শর্মা এবং স্রেয়াশ আয়ার। ওভারের তৃতীয় বলে এলবিডব্লিউর শিকার হন রোহিত। যদিও তিনি রিভিউ নিয়েছিলেন। কিন্তু রিভিউতে উইকেট ফিরে পেলেন না ভারত অধিনায়ক।

ওভারের শেষ বলে স্ট্যাম্পের ঠিক বাইরে গুড লেন্থের বল দিলেন হ্যাজলউড। আয়ার ড্রাইভ করতে চেয়েছিলেন। কিন্তু বল চলে যায় সোজা ডেভিড ওয়ার্নারের হাতে। ৩ বল মোকাবেলা করে কোনো রান না নিয়েই আউট হয়ে যান তিনি।

এ রিপোর্ট লেখার সময় ভারতের রান ৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৫ রান। ৩ রান নিয়ে বিরাট কোহলি এবং শূন্য রানে ব্যাট করছেন লোকেশ রাহুল।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে ১৯৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৪৬ রান করেন স্টিভেন স্মিথ। ৪১ রান করেন ডেভিড ওয়ার্নার এবং ২৭ রান করেন মার্নাস লাবুশেন।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।