ডি-কককে থামাতে অফস্পিনেই অস্ত্রে ভরসা পাকিস্তানের!
ভারতের মাটিতে ক্রিকেট খেলার অভিজ্ঞতা না থাকার কারণে বিশ্বকাপে এসে ধুঁকছে পাকিস্তান। আগামীকাল চেন্নাইয়ে এমএ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাবর আজমের দল। বিশ্বকাপের আগে যেখানে দক্ষিণ আফ্রিকাকে তেমন কোনো প্রতিপক্ষই মনে করতো না পাকিস্তান, এখন সেই আফ্রিকাতেই ভয় বেশি আনপ্রেডিটেবলদের।
দক্ষিণ আফ্রিাকার জন্য আগামীকালের ম্যাচটি হতে পারে একটি অপশন, আর পাকিস্তানের জন্য বাঁচা-মরার লড়াই। এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। অপরদিকে টানা তিন হার নিয়ে বিধ্বংসীদের মুখোমুখি পাকিস্তান। তাই কিভাবে প্রোটিয়াদের থামানো যায়, সে চিন্তায় চোখে ঘুম নেই বাবর আজমদের।
কুইন্টন ডি ককেই সবচেয়ে বেশি ভয় পাকিস্তানের। সবশেষ গত মঙ্গলবার (২৪ অক্টোরব) বাংলাদেশের বোলারদের তুলোধুনো করেছেন এই প্রোটিয়া ব্যাটার। খেলেছেন ১৭৪ রানের ঝোড়ো ইনিংস। যে কারণে পাকিস্তানের সামনে দক্ষিণ আফ্রিকার চেয়ে বড় প্রতিপক্ষ এখন ডি কক।
ডি কককে থামাতে রাতভর নানা পরিসংখ্যান মিলিয়েছেন পাকিস্তানিরা। ডি ককের ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) ব্যাটিংকে ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছে বাবর আজমের দল।
ফলাফল বিশ্লেষণ করে দেখেছেন, ডি কক অফস্পিনে দুর্বল। ফিঙ্গার স্পিনারদের ঘূর্ণিতে তিনি সবসময় সফল নন। তবে এটি পাকিস্তানের বিশ্লেষণও নয়। বাবর আজমরা মন্তব্য নিয়েছেন মাহিন্দ্রা সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসের কোচ লক্ষীপতি বালাজির কাছ থেকে।
চেন্নাইয়ের কোচ বলেছেন, ‘ফিঙ্গার স্পিনাররা ডি ককের জন্য কঠিন। ধোনি সবসময় তার (ডি কক) বিপক্ষে অফস্পিনারদের বল দিতেন। তবে এই বাঁহাতির বিপক্ষে পেসারদেরকেও বল দিতেন, যারা কৌশল করে বল করতে পারতেন শুরু তাদেরকে।’
এরপর ভারতীয় অফস্পিনার হারভজন সিং ও ইংল্যান্ডের অফস্পিনার ময়েন আলিকে ডি ককের বিপক্ষে বল করতে দেখা গেছে। আগামীকাল হয়তো এই কৌশলটিই কাজে লাগাতে চাইবে বাবর-রিজওয়ানরা।
কিন্তু পাকিস্তানে তাদের মানের বোলার নেই। দলে একমাত্র অফস্পিনার ইফতেখার আহমেদ। যে কারণে ম্যাচের আগে ইফতেখারকে ভালোভাবে স্পিন বল অনুশীলন করতে গিয়ে ঘাম ঝরাতে দেখা গেছে।
অবাক করার বিষয় হলো, অনুশীলনে লেগস্পিনার শাদাব খানকেও অফস্পিন প্রাকটিস করানো হয়েছে। কব্জির স্পিনারকে কোচ মিকি আর্থার বানিয়েছেন ফিঙ্গার স্পিনার।
তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান দলে শাদাব খানের সাথে দলে থাকতে পারেন বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজ। তাকে উসামা মীরের পরিবর্তে একাদশে রাখা হতে পারে।
আইএইচএস/