তবে কি নান্নুই হচ্ছেন বলির পাঁঠা?
সেই নেদারল্যান্ডসের কাছে সাকিব বাহিনীর হারের পর থেকেই ভক্ত ও সমর্থক মহলে রাজ্যের হাতাশা। সেই সময় থেকেই জাতীয় দলের ম্যানেজমেন্টে পরিবর্তন আনার দাবিতে সোচ্চার টাইগার সমর্থকরা। হেড কোচ, কোচিং স্টাফ ও নির্বাচক কমিটিতে রদবদলের গুঞ্জনে মুখরিত সামাজিক যোগাযোগমাধ্যম।
এটা নিশ্চিত, হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে আর সহকারী কোচ নিক পোথাস ছাড়া বাকি ৬ কোচিং স্টাফ অ্যালান ডোনাল্ড, রঙ্গনা হেরাথ, নিক লি, শন ম্যাকডরমট , শ্রীধরন শ্রীরাম ও শ্রীনিবাসনের সাথে চুক্তি শেষ হয়ে যাচ্ছে এ বছরই। তারা ও বিসিবি সমঝোতার ভিত্তিতে চুক্তি নবায়ন করত চাইলেই কেবল ওই ৬ জন থাকবেন। না হয় থাকবেন না।
এই ৬ জনের মধ্যে ডোনাল্ড থাকছেন না, এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে। বাকিদের মধ্যে আর কেউ চলে যাবেন কিনা বা অন্য কাউকে বিসিবি আর দায়িত্বে পুনর্বহাল করবে কি? সেটাই দেখার।
এদিকে ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন, কোচিং স্টাফে বড় ধরনের পরিবর্তন আসবে এবং সেটা ৩১ ডিসেম্বরের পর। একই সাথে নির্বাচক কমিটিতেও নাকি পরিবর্তনের চিন্তাভাবনা চলছে।
শোনা যাচ্ছে, নির্বাচক কমিটির প্রধান পদে পরিবর্তনের কথা ভাবছে বিসিবি। ইতিহাস বলছে, বিশ্বকাপে চরম ব্যর্থতার পর প্রতিবারই জাতীয় দলের টিম ম্যানেজমেন্টে পরিবর্তন এসেছে।
২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে সব ম্যাচ হারের পর পাকিস্তানি কোচ মহসিন কামাল আর আলী জিয়া, অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং ম্যানেজার এ এস এম ফারুককে অব্যাহতি দেওয়া হয়।
গতবার মানে ২০১৯ বিশ্বকাপের পর হেড কোচ স্টিভ রোডসের সঙ্গে চুক্তি আর নবায়ন করা হয়নি। তবে এবার হেড কোচ হাথুরুসিংহে আর সহকারী নিক পোথাসের সাথে আগামী ২০২৫ সালের প্রায় মাঝামাঝি পর্যন্ত চুক্তি আছে। তার আগে তাদের চাকুরীচ্যুত করার মানে হলো দ্বিগুণ টাকা দণ্ড দেয়া। তাই ভেতরে ভেতরে বিসিবি হাথুরুর ওপর অসন্তুষ্ট হলেও এখনই পদচ্যুত করতে পারছে না।
কিন্তু ক্রিকেট পাড়ার খবর, শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্টে একটি পদে হলেও অন্তত পরিবর্তন আসতে পারে। একটি সূত্র জানিয়েছে, শেষ পর্যন্ত প্রধান নির্বাচক পদে পরিবর্তন আনার কথা ভাবছে বিসিবি।
তার মানে মিনহাজুল আবেদিন নান্নু আর হয়তো প্রধান নির্বাচক থাকছেন না। তার বদলে নতুন কাউকে দায়িত্ব দেওয়ার কথা ভাবছে বোর্ড। শোনা যাচ্ছে হাবিবুল বাশার সুমন হতে পারেন নতুন নির্বাচক কমিটির চেয়ারম্যান।
এদিকে প্রধান নির্বাচকের দায়িত্বচ্যুতির কথা চাউর হবার আগে একটি প্রশ্নও উঠেছে। তাহলো, বিশ্বকাপে টিম বাংলাদেশের চরম ব্যর্থতার জন্য কি শুধুই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু দায়ী? আর কারো কোনো দায় নেই?
তামিম ইকবালকে শেষ মুহূর্তে বাদ দেওয়া ছাড়া টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে বড় ধরনের বিতর্ক ও প্রশ্ন নেই। এবং ধারণা করা হয়, তামিমকে দলে নেওয়া হয়নি অধিনায়ক সাকিব ও হেড কোচ হাথুরুসিংহের পরামর্শে। সেখানে তামিম ছাড়া বিশ্বকাপ দল গঠনে প্রধান নির্বাচকের দোষ ও দায় কতটা?
যদি বাকি সবাই বহাল তবিয়তে নিজ নিজ পদে থাকেন, তবে শুধু প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিনকেই কেন পদচ্যুত করার চিন্তা? তবে কি ‘উদোর পিন্ডি বুদোর ঘাড়ে দিয়ে’ নান্নুকেই করা হবে বলির পাঁঠা?
এআরবি/এমএমআর/এমএস