ঐতিহাসিক সিরিজ জয়ের মিশনে প্রথমে ব্যাটিং পেলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টি-টোয়েন্টিতেই জয়। বেনোনিতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশের মেয়েরা।

দক্ষিণ আফ্রিকাকে তারা হারায় ১৩ রানে। প্রোটিয়া নারী দলের বিপক্ষে তাদের মাটিতে যে কোনো সংস্করণে যেটি বাংলাদেশের প্রথম জয়।

টি-টোয়েন্টিতে ১১ বছর আগে একবার প্রোটিয়াদের হারিয়েছিলো বাংলাদেশ। সেবার সেই জয়ের স্বাদ নিয়েছিলো মিরপুরে। এরপর আর কখনও হারাতে পারেনি।

এবার তো প্রথম ম্যাচেই জয়। নিগার সুলতানা জ্যোতির দলের সামনে তাই ঐতিহাসিক সিরিজ জয়ের হাতছানি।

কিম্বারলিতে সিরিজ জয়ের এই মিশনে টসভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। টস জিতে টাইগ্রেসদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।