টি-টোয়েন্টি বিশ্বকাপে সহজ জয়ে শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ১৮ জানুয়ারি ২০২৫

বোলাররাই জয়ের ভিত গড়ে দিয়েছিলেন। অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে মাত্র ৫২ রানে গুটিয়ে দেয় বাংলাদেশের মেয়েরা। জবাবে ৪০ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে তারা।

বাঙ্গিতে এই ম্যাচে প্রথমে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সুমাইয়া আকতার। আমন্ত্রিত হয়ে ব্যাট করতে নেমে নেপালের অনূর্ধ্ব-১৯ নারী দলকে ভালোভাবেই চেপে ধরে বাংলাদেশের মেয়েরা। নিয়ন্ত্রিত বোলিংয়ে নেপালকে ১৮.২ ওভারে অলআউট করে দেয় মাত্র ৫২ রানে।

তবে নেপালের মেয়েদের ৫২ রানে অলআউট করার ক্ষেত্রে বেশি অবদান ফিল্ডারদের। ৫ জন ব্যাটার রানআউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন। বাকি ৫ উইকেটের ২টি নেন জান্নাতুল মাওয়া, ১টি করে নেন নিশিতা আক্তার নিশি, ফাহমিদা ছোঁয়া এবং আনিসা আক্তার সুভা।

নেপালের মেয়েদের মধ্যে সর্বোচ্চ ১৯ রান করেন সানা প্রাভিন এবং ১০ রান করেন সিমানা কেসি। বাকিদের মধ্যে আর কেউ দুই অংকের ঘরই স্পর্শ করতে পারেনি।

জবাবে বাংলাদেশের মেয়েরা ১১ রানে ৩ উইকেট হারালেও লক্ষ্য ছোট হওয়ায় পা পিছলে পড়েনি। সাদিয়া ইসলাম ১৬ আর অধিনায়ক সুমাইয়া আক্তার ১২ রান করেন। ১৩.২ ওভারে জয় তুলে নেয় বাংলাদেশ।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।