নিউজিল্যান্ডকে হারিয়ে চমক নাইজেরিয়ার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৭ এএম, ২১ জানুয়ারি ২০২৫

নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে চমক দেখালো নাইজেরিয়া। এটি তাদের প্রথম সম্পূর্ণ খেলা ছিল এবং তাদের প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অংশগ্রহণে প্রথম জয়। এর আগে শনিবার নাইজেরিয়ার প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়ে গিয়েছিল।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে অবশ্য বৃষ্টি আশীর্বাদ হয়ে এসেছে নাইজেরিয়ার জন্য। বৃষ্টির কারণে খেলা ১৩ ওভারে সীমিত করা হয়। নাইজেরিয়া ৬ উইকেটে ৬৫ রান সংগ্রহ করে। অধিনায়ক পিয়েটি লাকি ১৯ এবং লিলিয়ান উদেহ ১৮ রান করে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা খারাপ হয়। ওপেনার কেট আরউইন প্রথম বলেই রানআউট হন। অন্য ওপেনার এমা ম্যাকলিয়ড তৃতীয় ওভারে ডানহাতি পেসার উসেন পিসের বলে আউট হন।

মাঝের ওভারে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড এবং ১১ ওভার শেষে তাদের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৪৯। শেষ দুই ওভারে ১৭ রান দরকার ছিল। অধিনায়ক তাশ ওয়াকেলিন শেষ ওভারের আগে একটি চার মেরে ৮ রান তোলেন। অনিক টড ১৯ এবং ওয়াকেলিন ১৮ রান করেন, তবে তা নিউজিল্যান্ডকে জয়ের জন্য যথেষ্ট ছিল না।

শেষ ওভারে ৯ রান দরকার পড়ে কিউইদের, কিন্তু লিলিয়ান উদেহের সুশৃঙ্খল বোলিংয়ে তারা মাত্র ৬ রান সংগ্রহ করতে পারে। ফলে নাইজেরিয়া ২ রানের এক উত্তেজনাপূর্ণ জয় ছিনিয়ে নেয়।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।