ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:২৫ পিএম, ২৬ জানুয়ারি ২০২৫

নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে দুই ম্যাচ জিতেছিল বাংলাদেশ। কিন্তু সুপার সিক্সে ভারতের কাছে হেরে বিদায় হয়ে গেলো বাংলাদেশের মেয়েদের। বাংলাদেশকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত।

কুয়ালালামপুরে ম্যাচটা আসলে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংসের পরেই! ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬৪ রান তুলতে পারে বাংলাদেশের মেয়েরা।

প্রথম পাঁচ ব্যাটারের একজনও দশের ঘর ছুঁতে পারেননি। এরপর জান্নাতুল মাওয়ার ২০ বলে ১৪ আর অধিনায়ক সুমাইয়া আক্তারের ২৯ বলে অপরাজিত ২১ রানে ভর করে ৬৪ পর্যন্ত গেছে বাংলাদেশের ইনিংস।

ভারতের বৈষ্ণবী শর্মা ১৫ রানে শিকার করেন ৩টি উইকেট।

জবাবে ৭.১ ওভারেই জয় তুলে নেয় ভারতের মেয়েরা। ওপেনার গনগাদি তৃষা ৩১ বলে ৪০ রানের ইনিংস খেলে দলকে সহজ জয়ের পথ গড়ে দেন। এছাড়া সানিকা চালকে করেন ৫ বলে অপরাজিত ১১।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন আনিসা আক্তার শুভা এবং হাবিবা ইসলাম।

সুপার সিক্সে বাংলাদেশের ছিল ২ পয়েন্ট। অস্ট্রেলিয়া ও ভারত এই পর্বে এসেছিল ৪ পয়েন্ট নিয়ে। অস্ট্রেলিয়া গতকাল ওয়েস্ট ইন্ডিজকে হারানোয় তাদের পয়েন্ট হয়েছে ৬, ভারতেরও বাংলাদেশকে হারানোর পর পয়েন্ট ৬। এই দুই দলের সেমিফাইনাল নিশ্চিত।

যেহেতু সুপার সিক্সে প্রতিটি দলের মাত্র ২টি ম্যাচ, বাংলাদেশসহ এই গ্রুপে থাকা অন্য কোনো দলের পয়েন্ট ৬ হওয়া সম্ভব নয়। এই পর্বে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ম্যাচ বাকি আছে। সেটি এখন কেবলই আনুষ্ঠানিকতার ম্যাচ।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।