শেষ মুহূর্তে রিয়ালের নাটকীয় জয়, পেছালো বার্সার শিরোপা উদযাপন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৯ এএম, ১৫ মে ২০২৫

রিয়াল মাদ্রিদের উদীয়মান ডিফেন্ডার জাকোবো রামোনের নাটকীয় স্টপেজ টাইম গোল বার্সেলোনার লা লিগা শিরোপা উদযাপনকে পিছিয়ে দিলো। বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে রামোনের ৯৫তম মিনিটের গোলে রিয়াল ২-১ ব্যবধানে মায়োর্কাকে হারিয়ে শিরোপার ক্ষীণ আশা টিকিয়ে রেখেছে।

ম্যাচটি যখন ১-১ সমতায় ছিল, তখন বার্সেলোনা কয়েক সেকেন্ড দূরে ছিল তাদের ২৮তম লা লিগা শিরোপা নিশ্চিত করার কাছাকাছি। কারণ সমান পয়েন্ট হলেও রিয়ালের বিপক্ষে তাদের হেড-টু-হেড রেকর্ড ছিল ভালো। কিন্তু শেষ মুহূর্তের ভুলে মায়োর্কার রক্ষণভাগ ক্লিয়ার করতে ব্যর্থ হলে, প্রথমবার লিগে মূল একাদশে খেলা রামোন বল পেয়ে সরাসরি জালে পাঠিয়ে দেন।

রিয়ালের এখন বাকি আছে দুইটি ম্যাচ। তারা বার্সার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে রয়েছে, তবে বার্সার একটি ম্যাচ বেশি হাতে রয়েছে। আজ বৃহস্পতিবার যদি বার্সেলোনা এস্পানিওলের বিপক্ষে জয় পায়, তাহলে তারাই নিশ্চিতভাবে লা লিগা শিরোপা জয়ী হবে।

ম্যাচের ১১তম মিনিটে ডিফেন্ডার মার্টিন ভালিয়েন্ট দুর্দান্ত অ্যাঙ্গেল শটে মায়োর্কাকে এগিয়ে দেন। প্রায় খালি গ্যালারির সামনে অনুষ্ঠিত ম্যাচটি ছিল কিছুটা ম্যাড়মেড়ে। তবে ৬৮তম মিনিটে কিলিয়ান এমবাপে একক প্রচেষ্টায় দুর্দান্ত গোল করে রিয়ালকে সমতায় ফেরান। ইনজুরির কারণে রিয়াল ১২ জন খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামে, তবুও তারা ম্যাচে পুরোপুরি প্রভাব বিস্তার করে।

মায়োর্কার গোলরক্ষক লিও রোমান ছিলেন অবিশ্বাস্য। তিনি ১১টি গুরুত্বপূর্ণ সেভ করেন। রিয়াল ম্যাচে ৭২% বল দখলে রাখে, নেয় ৩৯টি গোলের চেষ্টা এবং ২৬টি কর্নার, কিন্তু শেষ গোলটি পেতেই দীর্ঘ অপেক্ষা করতে হয় তাদের।

এই জয়ে রিয়াল কিছুটা স্বস্তি পেলেও তাদের শিরোপা স্বপ্ন বার্সার ফলাফলের ওপর নির্ভর করছে।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।