ঊনিশের আগেই ইয়ামালের ১৯, শীর্ষে এমবাপে, মেসির ১৩

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ০১ ডিসেম্বর ২০২৫

ইউরোপিয়ান ফুটবলে আবারও কেটেছে উত্তেজনায় ভরা একটি সপ্তাহ। শীর্ষ লিগগুলো বড় দলগুলো মাঠে নেমেছে এবং দিয়েছে রোমাঞ্চকর মুহূর্ত। ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছিল শীর্ষ দুই দল আর্সেনাল ও চেলসি, যেখানে ম্যাচটি ১-১ ড্র হয়।

মিকেল আর্তেতার আর্সেনাল এখনো পাঁচ পয়েন্টে এগিয়ে, তাদের পেছনে ম্যানচেস্টার সিটি— যারা ফিল ফোডেনের দেরিতে করা গোলে লিডস ইউনাইটেডকে হারায়। একই সঙ্গে লিভারপুল ২-০ ব্যবধানে ওয়েস্ট হ্যামকে হারিয়ে জয়রথে ফিরেছে।

লা লিগায় রিয়াল মাদ্রিদ আবারও পয়েন্ট হারিয়েছে এবং ১-১ ড্রয়ের ফলে তারা নেমে গেছে দ্বিতীয় স্থানে; বিপরীতে বার্সেলোনা আলাভেসকে হারিয়ে উঠে গেছে লিগ শীর্ষে। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ অপরাজিত রয়েছে, আর সিরি আ–তে প্রথম চার দলের পয়েন্ট ব্যবধান মাত্র এক—১৩ ম্যাচ শেষে এসি মিলান শীর্ষে, এরপর ন্যাপোলি, ইন্টার মিলান ও রোমা।

স্প্যানিশ লা লিগা

১৯: লামিনে ইয়ামালে গড়লেন ইতিহাসের কীর্তি। ১৯ বছরে পা দেওয়ার আগেই তিনি করেছেন ১৯টি লিগ গোল— লা লিগার ইতিহাসে যা তৃতীয় সর্বোচ্চ। তার ওপরে আছেন কেবল রাউল গঞ্জালেজ (২৮), হোসে ইরারাগোরি (২৩)। ১৯ বছর হওয়ার আগেই তারা এতগুলো গোল করেছেন।

৭: শীর্ষে কিলিয়ান এমবাপে। রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭টি পেনাল্টি গোল করেছেন। ইউরোপের সেরা পাঁচ লিগের কোনো খেলোয়াড়ের চেয়ে যা বেশি।

৩: রিয়ালের টানা তিন ড্র। রিয়াল মাদ্রিদ লা লিগায় টানা তৃতীয় ড্র করেছে। ২০১৯ সালের পর (জিনেদিন জিদানের অধীনে) এই প্রথম তারা এক মৌসুমে তিন ম্যাচ ধরে ড্র করল।

৩৪: বার্সেলোনার গোলের ধারাবাহিকতা। লা লিগায় বার্সা টানা ৩৪ ম্যাচে গোল করেছে (মোট ৯০ গোল)। যা ২০১৯ সালের পর তাদের সেরা গোল করার রেকর্ড।

১৮০: ইয়ান ওবলাকের ক্লিন শিট। অ্যাটলেটিকো মাদ্রিদের গোলরক্ষক ইয়ান ওবলাকের ক্লিন শিট এখন ১৮০টি, লা লিগা ইতিহাসে তৃতীয় সর্বাধিক। তার ওপরে শুধুই, আন্দোনি জুবিজারেতা (২৩৫), ফ্রান্সিসকো বুয়ো (২১৩)।

মেসির অ্যাসিস্টের রেকর্ড

লিওনেল মেসির ইন্টার মায়ামি নিউ ইয়র্ক সিটিকে ৫-১ ব্যবধানে হারিয়ে এমএলএস কাপ ফাইনালে উঠেছে। সেখানে তাদের প্রতিপক্ষ থমাস মুলারের ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস।

১৩: মেসির পোস্টসিজন রেকর্ড বাড়ল। নিউ ইয়র্ক সিটির বিপক্ষে অ্যাসিস্টের মাধ্যমে মেসি এমএলএস কাপ প্লে-অফে তার গোলে অ্যাসিস্ট বেড়ে দাঁড়াল ১৩টিতে। একক মৌসুমে এটা সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড।

ইংলিশ প্রিমিয়ার লিগ

১: ইসাকের গোল খরা কাটলো। আলেকজান্ডার ইসাক ৮ ম্যাচ পর অবশেষে প্রিমিয়ার লিগে গোল করেছেন। তার দীর্ঘতম গোল–খরার সমাপ্তি ঘটলো। গোল করলেন ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে।

৫৬: ব্রুনো ফার্নান্দেজের ইতিহাস। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগে ৫৬টি অ্যাসিস্ট এখন ব্রুনো ফের্নান্দেজের— পল স্কোলসের (৫৫) চেয়েও বেশি। ইউনাইটেডে তার ওপরে আছেন, রায়ান গিগস (১৬২), ওয়েইন রুনি (৯৩), ডেভিড বেকহাম (৮০)।

৭: চেলসির লালকার্ড বিপর্যয়। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে চেলসি পেয়েছে ৭টি লালকার্ড— ইউরোপের সেরা পাঁচ লিগে কোনো দলের সর্বোচ্চ।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।