চ্যাম্পিয়ন্স লিগে এই প্রথম বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৩৫ এএম, ২৪ আগস্ট ২০১৭

শিরোনাম দেখে যে কারও খটকা লেগে যেতে পারে। যে দলটি ৫ বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে, তারাই কি না এই টুর্নামেন্টে প্রথম! একটু ধৈর্য ধরুন, বিষয়টা স্পষ্ট করছি। বার্সেলোনা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এই প্রথম নয়। তবে এবার তাদের সঙ্গে এমন একটি ঘটনা ঘটলো, যা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এই প্রথম। যা বার্সার জন্য দারুণ লজ্জাজনক একটি বিষয়ও বটে।

কিছুদিন ধরেই বার্সার আকাশে ঘণকালো মেঘ। এবার আর্নেস্তো ভালভার্দের শিষ্যদের জন্য আরও একটি অসম্মানজনক অধ্যায় রচিত হয়ে গেলো চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে।

মোনাকোয় অনুষ্ঠিত হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ড্র। এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠানে সেরা বাছাই আটটি দলের মধ্যে নেই লিওনেল মেসিদের ক্লাব। বার্সেলোনা পড়েছে দ্বিতীয় বাছাইয়ের পটে।

প্রতিটি পটে নেয়া হয়েছে আটটি করে দলকে। ১ নম্বর পটের আটটি দল হচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ বাছাই। যেখানে ঠাঁই হয়নি বার্সার। দ্বিতীয় বাছাইয়ে বার্সা পড়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ, পিএসজি, বরুশিয়া ডর্টমুন্ড, সেভিয়া, ম্যানসিটি, পোর্তো এবং ম্যানইউর সঙ্গে।

সেরা আট বাছাই হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, রানারআপ বায়ার্ন মিউনিখ, চেলসি, জুভেন্তাস, বেনফিকা, মোনাকো, স্পার্তাক মস্কো এবং শাখতার দোনেতস্ক। পট ১ এবং পট ২ এর মধ্যে তুলনা করলে দেখা যাচ্ছে পট ২-ই হচ্ছে সবচেয়ে কঠিন। যদিও তারা কেউই একই গ্রুপে থাকবে না। ভাগ হয়ে যাবে আটটি দলে।

আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।