বার্সার পেছনে লেগেই আছে পিএসজি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫৯ এএম, ২৪ আগস্ট ২০১৭

এ যেন রীতিমত ফ্রান্স-স্পেন যুদ্ধ। আরও নির্দিষ্ট করে বললে প্যারিস আর বার্সেলোনার মধ্যে যুদ্ধ। এই দুই শহরের ক্লাব যেন এখন একজন আরেকজনের আজন্ম শত্রু। ২২২ মিলিয়ন ইউরো বাই আউট ক্লজ পরিশোধ করে বার্সা থেকে নেইমারকে কিনে নেয়ার পর থেকে পিএসজির সঙ্গে এই ক্লাবটির দ্বন্দ্ব লেগেই আছে। যার সর্বশেষ সংস্করণ দেখা যাচ্ছে নিসে মিডফিল্ডার জিন মাইকেল সেরির ক্ষেত্রে।

একদম সাদা চোখে দেখা যাচ্ছে, বার্সার পেছনে লেগেই আছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। যেন বার্সাকে নড়তে চড়তে দেবে না তারা- এই পণ করে মাঠে নেমেছে। একে তো নেইমারকে কিনে নিয়ে বার্সার কোমর একেবারে মাঝ বরাবর ভেঙে দিয়েছে পিএসজি। তার সঙ্গে- নেইমারের স্থান পূরণের জন্য বার্সা যেখানেই হাত বাড়াচ্ছে, সেখানেই বাগড়া দিচ্ছে ফরাসি ক্লাবটি। এ যেন সাপে-নেউলে সম্পর্ক।

নেইমারের স্থান পূরণের জন্য প্রথমে পাওলো দিবালাকে চেয়েছে বার্সা। যে কোনো কারণেই হোক এই আর্জেন্টাইনকে পায়নি তারা। এরপর তাদের প্রথম পছন্দ ছিল আরেক ব্রাজিলিয়ান, লিভারপুলের কুটিনহো। এই ফুটবলারের জন্য যখন প্রস্তাব তৈরি করছিল বার্সা, তখন পিএসজির কথাও শোনা গিয়েছিল। তারাও চায় কুটিনহোকে। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে, এই ব্রাজিলিয়ানকে কেনার রেসে পিএসজি না থাকলেও, কোনো এক রহস্যজনক কারণে কুটিনহোকে ছাড়তে রাজি নয় লিভারপুল।

এদিক-সেদিক ঘুরে আসার পর শেষ পর্যন্ত বার্সা হাত বাড়িয়েছিল পিএসজির ঘরেই। ডি মারিয়াকে কিনতে চায় তারা। শুরুতে পিএসজির নরম সুর শোনা গেলেও একদিনের ব্যবধানে পুরো ইউটার্ন। নেইমারের বিপক্ষে বার্সা মামলা করার কারণে পিএসজি উল্টো ফোন করে বার্সাকে হুমকি-ধামকি দিতে শুরু করে দিয়েছে। সঙ্গে জানিয়ে দিয়েছে, ডি মারিয়াকে বার্সার পক্ষে কেনা কোনোভাবেই সম্ভব নয়।

এরই মধ্যে অবশ্য আরেক ব্রাজিলিয়ান পওলিনহোকে চীনের সাংহাই এভারগ্রান্ডে থেকে কিনে নিয়েছে বার্সেলোনা। তাকে দিয়ে নেইমারের স্থান পুরোপুরি পূরণ সম্ভব নয়। এ কারণে ফরাসি ক্লাব নিসের মিডফিল্ডার জিম মাইকেল সেরিকে কেনার প্রায় সব কিছু বন্দোবস্ত করে ফেলেছে বার্সা। এরই মধ্যে আবার হাত বাড়িয়ে দিয়েছে পিএসজি। তারা সেরিকে কিনতে দেবে না বার্সাকে। শুধু তাই নয়, বার্সাকে আঘাত দেয়ার লক্ষ্যেই পিএসজি চায় সেরিকে কিনে নিতে।

সেরির এজেন্টই মিডিয়ার কাছে দাবি করছে, বাই আউট ক্লজ ৪০ মিলিয়ন ইউরো দিয়ে তাকে কিনতে চায় বার্সা। কিন্তু পিএসজি প্রেসিডেন্ট এরই মধ্যে নিসের প্রেসিডেন্ট জিন পিয়েরে রিবেরিকে ফোন করে জানিয়েছে, তারা সেরির জন্য ৪০ মিলিয়ন ইউরোর চেয়েও বেশি দিতে রাজি।

সেরির এজেন্ট ফ্রাঙ্কলিন মালা এক ফরাসি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘তিনদিন আগে পিএসজির পক্ষ থেকে নিসের প্রেসিডেন্টের কাছে ফোন এসেছিল। যেখানে তারা জানিয়েছে, সেরিকে পিএসজি কিনতে চায়। শুধুমাত্র বার্সাকে আরও একটি আঘাত দেয়ার লক্ষ্যে।’

সেরির এজেন্ট আরও বলেন, ‘এখন পিএসজি যে কোনো মূল্যে হোক সেরিকে কেনার জন্য চাপ দিয়ে যাচ্ছে। এটা পুরোই অস্বাভাবিক। তারা চায় শুধুমাত্র বার্সাকে বিপদে ফেলতে।’

আইএইচএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।