আমি করোনা আক্রান্ত, নিজেই জানালেন আর্জেন্টাইন স্ট্রাইকার
এমনিতেই চোটের কারণে এই মৌসুমে সেভাবে খেলতে পারেননি। চোটকে হারিয়ে মাঠের ফেরার অপেক্ষায় থাকা সার্জিও আগুয়েরো নতুন এক ধাক্কা খেলেন। ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন তারকার করোনাভাইরাস পজিটিভ এসেছে।
করোনা আক্রান্ত একজনের সংস্পর্শে আসার পর থেকেই সেলফ আইসোলেশনে আছেন আগুয়ারো। বৃহস্পতিবার এক টুইট বার্তায় নিজের করোনা আক্রান্ত হওয়ার খবরটি ভক্ত-সমর্থকদের জানিয়েছেন তিনি।
৩২ বছর বয়সী এই ফুটবল তারকা টুইটারে লিখেছেন, ‘একজনের সংস্পর্শে আসার পর থেকেই আমি সেলফ আইসোলেশনে ছিলাম। সর্বশেষ টেস্টে কোভিড-১৯ পজিটিভ এসেছে আমার।’
আগুয়েরো যোগ করেন, ‘আমার কিছু উপসর্গ রয়েছে, সুস্থতার জন্য চিকিৎসকের পরামর্শ মেনে চলছি। সবাই নিজের খেয়াল রাখবেন!’
প্রিমিয়ার লিগে করোনার থাবায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ ক্লাব ম্যানচেস্টার সিটি। আগুয়েরোসহ এখন পর্যন্ত ক্লাবটির মোট নয়জন খেলোয়াড় কোভিড-১৯ পজিটিভ হিসেবে ধরা পড়েছেন।
এমএমআর/জেআইএম