করোনার টিকা নিলেন ফুটবল দলের কোচ জেমি ডে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ০১ মার্চ ২০২১

বাংলাদেশে করোনা ভাইরাসের টিকা দেয়ার পর থেকে ফুটবলাঙ্গনে সবার আগে টিকা গ্রহণ করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। এরপর বিচ্ছিন্নভাবে অনেকেই টিকা নিয়েছেন। তবে, জাতীয় দলের ফুটবলার এবং সংশ্লিষ্ট সবার টিকা দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয় বাফুফে।

তারই অংশ হিসেবে আজ টিকা দেয়া হলো বাংলাদেশ ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে, টেকনিক্যাল ডাইরেক্টর পল থমাস স্মলি এবং সহকারী কোচ স্টুয়ার্ট পল ওয়াটকিস।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ দুপুর ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কোভিড-১৯ এর টিকা গ্রহণ করেন জাতীয় ফুটবল দলের এই তিন বিদেশী কর্মকর্তা। এ সময় উপস্থিত ছিলেন বাফুফের মেডিক্যাল কমিটির ডেপুটি চেয়ারম্যান ডাঃ মো. আলী ইমরান।

করোনা টিকা নেয়ার পর আজ বিকেলে জাগো নিউজের সঙ্গে আলাপে জাতীয় দলের কোচ জেমি ডে বলেন, ‘টিকা নেয়ার পর স্বাভাবিক আছি। কোনো পাশ্বপ্রতিক্রিয়া হয়নি। আমি তো আগেই কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলাম। আশা করি টিকা নিয়ে ভালো থাকবো।’

আরআই/আইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।