লকডাউন বাড়ায় বাড়লো লিগ নিয়ে অনিশ্চয়তা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:১৩ পিএম, ১৯ এপ্রিল ২০২১

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের ভাগ্যে আরও অন্ধকার নেমে আসলো লকডাউন বেড়ে যাওয়ায়। ২১ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল লকডাউন। সোমবার সরকার লকডাউনের মেয়াদ বাড়িয়েছে ২৮ এপ্রিল পর্যন্ত।

লকডাউন না হলে ৯ এপ্রিল শুরু হতে পারতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব। এখন ঠিক কবে লিগ শুরু করা সম্ভব হবে, তা পুরোপুরি অনিশ্চিত। রোববার বাফুফের প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির আওতাধীন প্রিমিয়ার লিগ ২০২০-২১ সংক্রান্ত উপকমিটির সভা হয়েছিল। সে সভায় ক্লাবগুলোর মতামত ছিল লকডাউন শেষ হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে লিগ শুরু করার।

লিগ কমিটিও একটা খসড়া ফিকশ্চার তৈরি করে ক্লাবগুলোর কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। ফিকশ্চারের ওপর ক্লাবগুলোর পাঠানো মতামত নিয়ে বুধবার আরেকটি জরুরী সভা ডেকেছিল লিগ কমিটি। কিন্তু এখন লকডাউন বেড়ে যাওয়ায় এই সভার কোনো প্রয়োজন মনে করছেন না লিগ কমিটির কর্মকর্তারা।

লকাডাউন বেড়ে গেছে। আন্তর্জাতিক ফ্লাইট নিষেধাজ্ঞাও বেড়েছে। যে কারণে এএফসি কাপ নিয়েও কোনো সমাধান সহসা না আসার শঙ্কাই বেশি। অথচ এএফসি কাপ, বিশ্বকাপ বাছাই ম্যাচগুলোর সঙ্গে সমন্বয় করেই খসড়া ফিকশ্চার তৈরি করতে চেয়েছিল বাফুফের প্রফেশনাল লিগ কমিটি। এএফসি কাপের একটা চূড়ান্ত সিদ্ধান্ত না পেলে খসড়া ফিকশ্চার কিভাবে তৈরি করবে লিগ কমিটি?

আরআই/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।