দলকে শুভ কামনা জানিয়ে ক্যাম্প ছাড়লেন গোলরক্ষক আশরাফুল রানা
প্রিমিয়ার লিগে খেলার সময় ইনজুরড হয়েছিলেন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। তারপরও জেমি ডে’র ডাকে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন শেখ রাসেল ক্রীড়া চক্রের এই গোলরক্ষক। কিন্তু কাতার যাওয়া হচ্ছে না তার।
ইনজুরি পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে। তাই কোচ ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী মঙ্গলবার ক্যাম্প ছেড়ে বাসায় চলে গেছেন এ সময়ের দেশের সবচেয়ে অভিজ্ঞ গোলরক্ষক।
ক্যাম্প ছাড়ার খবর জানিয়ে রানা নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘ইনজুরির কারণে কোচ ও ডাক্তারের পরামর্শে জাতীয় দলের ক্যাম্প ত্যাগ করছি। ওয়ার্ল্ড কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে কাতার যাওয়া হচ্ছে না। দলের প্রতি শুভ কামনা থাকল। সবাই আমার জন্য দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারি।’
আরআই/আইএইচএস/এমকেএইচ