কোপার উদ্বোধনী ম্যাচের আগে ভেনেজুয়েলার ১২ জন করোনা পজিটিভ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৫ এএম, ১৩ জুন ২০২১

লাতিন আমেরিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট কোপা আমেরিকার এবারের আসরকে ঘিরে অনিশ্চয়তা যেন কাটছেই না। উদ্বোধনী ম্যাচের জন্য সবকিছু যখন প্রায় ঠিকঠাক ছিল, তখনই এলো দুশ্চিন্তা বাড়ানোর এক খবর। করোনাভাইরাসে আক্রান্ত ভেনেজুয়েলা দলের ১২ সদস্য।

বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত তিনটায় কোপার উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও ভেনেজুয়েলা। এই উদ্বোধনী ম্যাচের আগেই ভেনেজুয়েলা দলের অন্তত ১২ সদস্যের শরীরে মিলেছে করোনাভাইরাসের উপস্থিতি। যেখানে অন্তত ৮ জন খেলোয়াড় রয়েছেন বলে জানাচ্ছে সংবাদমাধ্যমগুলো।

শনিবার এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে ভেনেজুয়েলা শিবিরে করোনা সংক্রমণের খবরটি জানিয়েছে ব্রাসিলিয়ার স্বাস্থ্য বিভাগ। এ শহরেই অনুষ্ঠিত হবে উদ্বোধনী ম্যাচটি। বিবৃতিতে জানানো হয়েছে, খেলোয়াড় ও টিম স্টাফসহ ভেনেজুয়েলার ১২ জন সদস্য করোনা পজিটিভ সনাক্ত হয়েছেন।

তবে আশার কথা হলো, আক্রান্তদের মধ্যে কারও শরীরের করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই এবং প্রত্যেকেই সুস্থ আছেন। তবু সতর্কতার জন্য সবাইকে দল থেকে আলাদাভাবে আইসোলেশনে রাখা হয়েছে। শুক্রবার ব্রাজিলে পৌঁছানোর পর ভেনেজুয়েলা দলের সবার করোনা পরীক্ষা করা হলে মিলেছে ১২ জনের পজিটিভ হওয়ার খবর।

এদিকে কানাডিয়ান রেডিও সিবিসি ডট সিএ জানাচ্ছে, শুধু ভেনেজুয়েলার ৮ খেলোয়াড়ই নন। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরেক অংশগ্রহণকারী দল বলিভিয়ারও ৩ খেলোয়াড়। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ৮ খেলোয়াড় কোভিড পজিটিভ হওয়ায় নতুন ১৫ জনকে ডেকে নিয়েছেন ভেনেজুয়েলার কোচ।

কোপার আয়োজক সংস্থা কনমেবল আবার করোনার মধ্যেও খেলা চালিয়ে নেয়ার জন্য নতুন এক নিয়মের প্রবর্তন করেছে। এখন আর দলগুলোকে ২৮ জনের স্কোয়াডের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে না। করোনাভাইরাসজনিত কারণে দলগুলো চাইলে নিজেদের স্কোয়াডে যত খুশি পরিবর্তন করতে পারবে।

এসএএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।