মেসির সেই ছবিটি গড়ল লাইকের রেকর্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:০৩ পিএম, ১৯ জুলাই ২০২১

রেকর্ড ভাঙা-গড়া তার জন্য ছেলেখেলা। তবে সেটা তো মাঠে। মাঠের বাইরেও কি এখন রেকর্ড নিয়ে খেলা শুরু করলেন নাকি লিওনেল মেসি?

হ্যাঁ, আর্জেন্টাইন খুদেরাজের একটি ছবি ইনস্টাগ্রামে গড়েছে নতুন এক রেকর্ড। লাইকের হিসেবে যেটি ছাড়িয়ে গেছে তারই চিরপ্রতিদ্বন্দ্বী পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদোকে।

চলতি মাসেই ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। আর এই জয়ে দেশের হয়ে প্রথম আন্তর্জাতিক ট্রফি ছোঁয়ার স্বপ্নটাও অবশেষে ধরা দিয়েছে মেসির হাতে।

সেই ট্রফি নিয়েই ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন মেসি। ক্যাপশন ছিল, ‘কি সুন্দর পাগলামি! এটা অবিশ্বাস্য। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। আমরা চ্যাম্পিয়ন!’

 
 
 
View this post on Instagram

A post shared by Leo Messi (@leomessi)

মেসির ওই হাসিমাখা ছবিতে লাইক পড়েছে ২০ মিলিয়ন বা দুই কোটি! যা কিনা কোনো খেলার ছবিতে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি লাইকের রেকর্ড।

এ আগে এই লাইকের রেকর্ডটি দখলে ছিল মেসিরই চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোর। পর্তুগিজ সুপারস্টার আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর পর তাকে শ্রদ্ধা জানিয়ে একটি ছবি দিয়েছিলেন, যাতে লাইক পড়েছিল ১৯.৮ মিলিয়ন বা ১ কোটি ৯৮ লাখ।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।