ফের হোঁচট লিভারপুলের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩৪ এএম, ১৬ আগস্ট ২০২২

আগের ম্যাচে ফুলহামের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়ে কোনোমতে ড্র করেছিল লিভারপুল। এবার ক্রিস্টাল প্যালেসের সঙ্গেও হোঁচট খেলো অলরেডরা।

অ্যানফিল্ডে সোমবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ম্যাচের ৫৭ মিনিটে ডারউইন নুনেজ লাল কার্ড দেখায় দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় একজন কম নিয়ে খেলে লিভারপুল।

অথচ ম্যাচে অনেক সুযোগ তৈরি করেছিল জার্গেন ক্লপের দল। মোট ২৪টি শট নেয় তারা, তবে লক্ষ্যে ছিল মাত্র ৪টি। স্বাগতিকদের অগোছালো ফুটবলের সুবিধা নিয়ে ম্যাচের ৩২ মিনিটে উল্টো এগিয়ে যায় ক্রিস্টাল প্যালেস।

উইলফ্রেদ জাহার গোল নিয়েই বিরতিতে যায় প্যালেস। দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেন নুনেস, দশজনের দলে পরিণত হয় লিভারপুল। তবে এর চার মিনিট পরই স্বাগতিকদের সমতায় ফেরান লুইস দিয়াস।

এরপর আরও অনেক সুযোগ তৈরি করেছে লিভারপুল। কিন্তু কাজের কাজ হয়নি। পুরো ম্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন মোহামেদ সালাহ। ফলে ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় রেডদের।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।