মেসি-নেইমার ছাড়া নিষ্প্রভ এমবাপে, পিএসজির প্রথম হার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:০৪ এএম, ০২ জানুয়ারি ২০২৩

লিওনেল মেসি আর নেইমারের অভাবটা ভালোই টের পেলো প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। দুই তারকা সতীর্থ ছাড়া খেলতে নেমে নিজের ছায়া হয়ে রইলেন কিলিয়ান এমবাপে। ফলে লঁসের মাঠ থেকে ৩-১ গোলের হার নিয়ে ফিরেছে পিএসজি।

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা মেসি এখনও ছুটি কাটিয়ে ফেরেননি। আগের ম্যাচে দুটি হলুদ কার্ড দেখায় এই ম্যাচে খেলতে পারেননি নেইমার। তাদের ছাড়া নিজের সেরাটা দেখাতে পারলেন না এমবাপে। ফলে মৌসুমে প্রথম হারের তিক্ত স্বাদ পেলো পিএসজি।

ম্যাচের পাঁচ মিনিটের মাথায়ই পিছিয়ে পড়ে পিএসজি। শেমেসোয়াফ ফ্রাঙ্কোভস্কি চমৎকার গোলে এগিয়ে দেন লঁসকে। তিন মিনিট পরই অবশ্য সমতা ফিরিয়েছিলেন হুগো একিতিকে। তবে ২৮ মিনিটে স্বাগতিকদের ফের এগিয়ে নেন লুইস ওপেন্দা। ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লঁস।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান ক্লদ-মরিস। ৪৭ মিনিটে ৩-১ করেন তিনি। দুই গোলে পিছিয়ে পড়া পিএসজি এরপর অনেক চেষ্টা করেছে লড়াইয়ে ফিরতে। একের পর এক আক্রমণও করেছে। কিন্তু লঁসের রক্ষণদুর্গ ভাঙতে পারেনি। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ক্রিস্টোফে গাল্টিয়েরের দলকে।

মৌসুমে প্রথম হারের পরও অবশ্য শীর্ষেই আছে পিএসজি। ‌১৭ ম্যাাচে তাদের পয়েন্ট ৪৪। সমান ম্যাচে ১২ জয় ও চার ড্রয়ে লঁসের পয়েন্ট ৪০। ৩৩ পয়েন্ট নিয়ে তিনে মার্শেই।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।