২০২৪ সালে যুক্তরাষ্ট্রে হবে কোপা আমেরিকা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৪১ পিএম, ২৮ জানুয়ারি ২০২৩

২০২৪ সালের কোপা আমেরিকার আসর বসতে চলেছে যুক্তরাষ্ট্রে। দক্ষিণ আমেরিকা মহাদেশের ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের সাক্ষী থাকবে উত্তর আমেরিকা ফুটবলপ্রেমীরা।

এবার ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ের পাশাপাশি খেলতে দেখা যাবে কনকাকাফ জোনের অন্তর্ভুক্ত দেশগুলোকেও। কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন তথা গতবারের কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং লিওনেল মেসিদের উপরে যে আলাদা নজর থাকবে, তা বলাই বাহুল্য।

১৯৯৪ সালে ফুটবল বিশ্বকাপের আসর বসেছিল আমেরিকাতে। তারপর ফের একবার এত বড় মাপের প্রতিযোগিতার আসর বসছে সেখানে। ২০২৬ সালে যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের আগে এইভাবেই ড্রেস রিহার্সালটা সেরে নিতে চাইছে আমেরিকা।

শুক্রবার কনকাকাফ এবং কমবোল ফেডারেশন এক যৌথ বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন। দুই ফেডারেশনের মধ্যে নয়া পরিকল্পনা ভিত্তিক পার্টনারশিপের অঙ্গ এই প্রতিযোগিতা।

এর পাশাপাশি ক্লাব পর্যায়ের চালু করা হবে নতুন টুর্নামেন্ট। পরের বছর কোপা আমেরিকাতে কনকাকাফ জোন থেকেও খেলবে ছটি দেশ। উত্তর, মধ্য আমেরিকার পাশাপাশি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ছটি দেশকে আমন্ত্রণ জানানো হবে খেলার জন্য।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।