এবার সাফ মিশন শামসুন্নাহারদের, শুরুতেই প্রতিপক্ষ সেই নেপাল

গত সেপ্টেম্বরে কাঠমান্ডুতে ফাইনালে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল সাবিনা-কৃষ্ণারা। পাঁচমাস পর সেই নেপালের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হচ্ছে বাংলাদেশের মেয়েদের আরেকটি সাফ মিশন।
জাতীয় দল নয়, এবার লড়াই অনূর্ধ্ব-২০ মেয়েদের। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানকে নিয়ে এই টুর্নামেন্ট শুক্রবার শুরু হচ্ছে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে।
মেয়েদের সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টে বাংলাদেশ সব সময়ই ফেবারিট। সাফের আয়োজনে সবক’টি বয়সভিত্তিক টুর্নামেন্টের ফাইনাল খেলে দুইবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা।
এবার আরেকটি মিশন। জাতীয় দলের শামসুন্নাহার জুনিয়রের কাঁধে এবার ঘরের মাঠের এই টুর্নামেন্টে অধিনায়কের দায়িত্ব। বৃহস্পতিবার টুর্নামেন্টপূর্ব সংবাদ সম্মেলনে শামসুন্নাহার বলেছেন, ‘আমরা আগে ফাইনাল নিশ্চিত করতে চাই। আমরা সেভাবেই মাঠে নামবো। প্রথম ম্যাচ নেপালের বিপক্ষে। ওই ম্যাচটা জিতে আমরা টুর্নামেন্ট শুরু করতে চাই।’
সিঙ্গেল লিগ ভিত্তিক খেলা শেষে শীর্ষ দুই দলের মধ্যে ফাইনাল। শিরোপা লড়াইয়ের মঞ্চে যেতে বাংলাদেশের সামনে বড় বাধা হতে পারে ভারত ও নেপাল। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের টুর্নামেন্ট। তবে বিকেল ৩টায় দিনের প্রথম ম্যাচে খেলবে ভারত ও ভুটান।
প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, ‘মেয়েরা প্রতিনিয়ত উন্নতি করছে। উন্নতির সাথে সাথে জয় পরাজয়ের বিষয়টা তো থাকছেই। মেয়েরা বুঝতে পারছে তাদের প্রতি মানুষের ভালোবাসা এবং প্রত্যাশা বেড়ে গেছে। মাঠে তারা প্রত্যাশা পূরণের চেষ্টা করবে।’
আরআই/আইএইচএস