ভুটানকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখলো নেপাল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:০০ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৩

বাংলাদেশের বিপক্ষে হার দিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শুরু করা নেপালের মেয়েরা ঘুরে দাঁড়িয়েছে দ্বিতীয় ম্যাচে ভুটানকে হারিয়ে। রোববার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নেপাল ৪-০ গোলে হারিয়েছে ভুটানকে। ভারতের পর নেপালের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেলো ভুটানের মেয়েদের।

নেপাল দুই অর্ধে দুটি করে গোল করে। হ্যাটট্রিক করেছেন আমিশা কারকি। তিনি ১৯ মিনিটে গোল করে দলকে লিড এনে দিয়েছিলেন। বিরতির বাঁশি বাজার আগে তিনিই ব্যবধান দ্বিগুণ করেন।

বিরতির পর ৬১ মিনিটে অধিনায়ক প্রীতি রাই গোল করলে ব্যবধান ৩-০ হয় নেপালের। পরের মিনিটেই হ্যাটট্রিক পূরণ করেন আমিশা।

নেপালের এই জয়ে তিন দেশের ৩ পয়েন্ট করে হয়েছে। রাতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। এই ম্যাচের ফলই অনেকটা নির্ধারণ করে দেবে ফাইনালের পথে এগিয়ে যাবে কোন দুই দল।

আরআই/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।