সেভিয়াকে উড়িয়ে পয়েন্ট টেবিলে আরও নিরঙ্কুশ অবস্থান বার্সার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৩৪ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৩

মায়োর্কার কাছে রিয়াল মাদ্রিদ হেরে যাওয়ার পর বার্সেলোনার সামনে সুবর্ণ সুযোগ ছিল, নিজেদেরকে আরও দুরে নিয়ে যাওয়ার। পয়েন্ট টেবিলে ব্যবধানটা আরও বাড়িয়ে নেয়ার। যতে এক ভালো নিরাপদ স্থানে থাকা যায়।

সেভিয়ার বিপক্ষে খেলতে নেমে সে কাজটাই করে নিলো জাভি হার্নান্দেজের শিষ্যরা। ঘরের মাঠে সেভিয়াকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে তারা। সবগুলো গোলই এসেছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। গোলদাতা জর্দি আলবা, গাবি এবং রাফিনহা।

এই জয়ে রিয়ালের সঙ্গে ৮ পয়েন্টের ব্যবধান তৈরি করে নিলো বার্সা। ২০ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ৫৩। সমান সংখ্যক ম্যাচে রিয়ালের পয়েন্ট ৪৫। বার্সেলোনা কখনোই ৮ পয়েন্টে এগিয়ে থেকে শিরোপা জিততে পারেনি- এমন ঘটনা নেই। সেভিয়া ২০টি লা লিগার ম্যাচে জিতেছে কেবল ৫টিতে। ২১ পয়েন্ট নিয়ে তারা রয়েছে ১৬তম স্থানে।

এ নিয়ে টানা ১৫ ম্যাচ অপরাজিত বার্সেলোনা। লা লিগায় টানা ৫ ম্যাচে জয় তাদের। একের পর এক জয়ের কারণে রিয়ালের ওপর দারুণ চাপ সৃষ্টি করে নিলো কাতালানরা। মায়োরকার কাছে একই দিন ১-০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের শুরুতেই ইনজুরিতে পড়ে মাঠ থেকে বের হয়ে যান বার্সা অধিনায়ক সার্জিও বুস্কেটস। তবে তিনি মাঠ থেকে বের হলেও খেলায় তার কোনো প্রভাব পড়েনি। যদিও প্রথমার্ধে সেভিয়ার জালে বল জড়াতে পারেনি বার্সা। দলটির গোলরক্ষক ইয়াসিন বোনো দুর্দান্ত দুটি গোল থেকে দলকে রক্ষা করেছেন। রবার্ট লেওয়ানডস্কি শট দুটি নিয়েছিলেন।

দ্বিতীয়ার্ধে গিয়ে আক্রমণের ধার বাড়িয়ে দেয় বার্সা। ম্যাচের ৫৮ মিনিটে পরিবর্তিত ফুটবলার ফ্রাঙ্ক কেসির অসাধারণ এক পাস থেকে বল পেয়ে যান জর্দি আলবা। যিনি খুব কাছ থেকে শট নিয়ে বল জড়িয়ে দেন সেভিয়ার জালে।

এর ১২ মিনিট পর, অর্থ্যাৎ ম্যাচের ৭০তম মিনিটে আরও একটি গোল করে বার্সা। এবার গোল দাতা গাবি। রাফিনহার নিচু ক্রসটিকে নিয়ন্ত্রণে নিয়ে সেভিয়ার জালে জড়িয়ে দেন গাবি।

৭৯তম মিনিটে রাফিনহা নিজেই একটি গোল করলেন। জর্দি আলবার ক্রস থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শট নিয়ে দারুণভাবে জড়িয়ে দেন সেভিয়ার জালে।

ম্যাচের পর জাভি বলেন, ‘আমরা অনেকগুলো ম্যাচ অপরাজিত রয়েছি। এই ম্যাচেও অসাধারণ খেলেছি এবং ছেলেদের খেলা নিয়ে আমি খুবেই খুশি এবং সন্তুষ্ট।’

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।