রোনালদোর পর মেসিও পৌঁছে গেলেন ৭০০ গোলের মাইলফলকে
একই উচ্চতায় চলতি মৌসুমের শুরুতেই পৌঁছেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাব পর্যায়ে ৭০০তম গোল পেয়েছিলেন তিনি ম্যানইউর জার্সি গায়ে। ইউরোপিয়ান ক্লাব ফুটবল পর্যায়ে এতদিন এককভাবেই রেকর্ডটি দখলে রেখেছিলেন পর্তুগিজ সুপারস্টার।
রোববার রাতে মার্শেইয়ের বিপক্ষে একটি গোল করেছেন মেসি। দুই গোল করেছেন কিলিয়ান এমবাপে। ফরাসী এই ফুটবলারের জোড়া গোলেই অবদান ছিল মেসির। আর্জেন্টাইন তারকার তৈরি করে দেয়া বলই মার্শেইয়ের জালে জড়ান এমবাপে।
তবে, ২৫ মিনিটে এমবাপেকে গোল বানিয়ে দেয়ার ৪ মিনিট পরই, ২৯তম মিনিটে নিজে গোল করেন মেসি। পিএসজির হয়ে এ নিয়ে ২৮তম গোল করলেন তিনি। বার্সেলোনায় থাকতে করেছিলেন ৬৭২ গোল। সব মিলিয়ে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে ৭০০তম গোল করা দ্বিতীয় ফুটবলার হয়ে গেলেন মেসি।
নতুন রেকর্ডের হাতছানি
ক্রিশ্চিয়ানো রোনালদো ইউরোপিয়ান ক্লাব ফুটবল ছেড়ে দিয়েছেন। তিনি এখন খেলছেন সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে। সুতরাং, ইউরোপিয়ান ক্লাব পর্যায়ে রোনালদোর গোল বাড়ার আর সম্ভাবনা নাই।
রোনালদো যখন ম্যানইউ ছেড়ে সৌদি প্রো লিগে নাম লেখাচ্ছিলেন, তখন ইউরোপিয়ান ক্লাব পর্যায়ে সিআর সেভেনের পাশে লেখা ছিল ৭০১টি গোল। অর্থ্যাৎ, রোনালদোকে পেছনে ফেলে ইউরোপিয়ান ক্লাব পর্যায়ে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়তে মেসির আর প্রয়োজন মাত্র ২ গোল।
পিএসজির পরবর্তী ম্যাচ ফ্রেঞ্চ লিগ ওয়ানে, ৪ মার্চ নান্তেসের ব্পিক্ষে।
আইএইচএস/